Voter SIR Valid Documents: ভোটার তালিকায় বড় পরিবর্তন, আধার হবে বৈধ নথি বিহারের SIR নিয়ে জানাল শীর্ষ আদালত

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সম্প্রতি এসআইআর (SIR) সংক্রান্ত মামলায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ায় আধার কার্ডও পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে হবে । সোমবার শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে এমনটাই নির্দেশ দেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এস‌আইআর-এর জন্য মোট ১১টি নথির প্রয়োজন ছিল, তবে সেখান থেকে বাদ পড়েছিল আধার কার্ড। এবার এখন মোট ১২টি নথির যেকোনো একটি জমা দিয়েই ভোটার তালিকায় নাম তোলা যাবে। আধার কখনও নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য এটি ব্যবহার করা যাবে বলে জানান শীর্ষ আদালত।

এদিন কমিশনকে শীর্ষ আদালত জানায়, ভোটাররা এখন থেকে আধার ব্যবহার করে নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারবেন।
তবে আদালত স্পষ্ট করেছে, আধার কেবল পরিচয়পত্র হিসেবে ব্যবহারযোগ্য, এটি কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়।
নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিহারের খসড়া ভোটার তালিকায় মোট ৭ কোটি ২৪ লাখ ভোটারের মধ্যে বিহারে প্রায় 99 শতাংশ ভোটদাতাদের SIR প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে । বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এদিন জানিয়েছেন, জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর অধীনে আধার সংযুক্তি বৈধ পরিচয় হিসেবে ব্যবহার করা যেতে পারে।