মাধ্যমিক টেস্ট পেপার 2024 প্রকাশ করলো পর্ষদ,কিভাবে পাবেন দেখুন! সব কমন আসবে?
আগামী বছরের ফেব্রুয়ারী মাস থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2024, তার আগে প্রকাশিত হলো টেস্ট পেপার। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এই Test Paper প্রকাশিত করা হলো। চলতি শিক্ষা বর্ষের পড়ুয়ারা Madhyamik Test Paper 2024 সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন।
মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারী 2024 থেকে শুরু করে 12ই ফেব্রুয়ারী 2024 তারিখ পর্যন্ত।
শুক্রবার – 2রা ফেব্রুয়ারি, 2024 হচ্ছে প্রথম ভাষার পরীক্ষা।
শনিবার – 3রা ফেব্রুয়ারি,2024 হচ্ছে দ্বিতীয় ভাষার পরীক্ষা।
সোমবার – 5ই ফেব্রুয়ারি, 2024 হচ্ছে ইতিহাস পরীক্ষা।
মঙ্গলবার – 6ই ফেব্রুয়ারী,2024 তারিখ হবে ভূগোল পরীক্ষা।
বৃহস্পতিবার – ৮ই ফেব্রুয়ারি,2024 তারিখ হবে অংক পরীক্ষা।
শুক্রবার – 9ই ফেব্রুয়ারী,2024 তারিখ হবে জীবন বিজ্ঞান পরীক্ষা।
শনিবার – 10ই ফেব্রুয়ারি,2024 তারিখ হবে ভৌত বিজ্ঞান পরীক্ষা।
সোমবার – 12ই ফেব্রুয়ারী,2024 তারিখ হবে ঐচ্ছিক নির্বাচনী বিষয়ের পরীক্ষা।
West Bengal Board Of Secondary Education এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো Madhyamik Test Paper 2024 প্রকাশ করা হয়েছে।জেলার স্কুল পরিদর্শকের কাছে টেস্ট পেপার পৌঁছে দেওয়া হবে। বড়োদিনের আগেই শিক্ষার্থীদেরকে Test Papers 2024 পৌঁছে দিতে চাচ্ছেন পর্ষদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, W.B.B.S.E. এর অধীনে সরকারি/সরকারি পৃষ্ঠপোষক/অ-সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান যেন জেলা পরিদর্শকদের (S.E) সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করেন। মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত Test Paper 2024 শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পেয়ে থাকেন।