রাজ্যে আরও DEO পদে নিয়োগ, প্রতিটি জেলা থেকে দেখুন আবেদন পদ্ধতি
Webel Technology Limited এর তরফ থেকে Data Entry Operator পদে নিয়োগ এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হলো। যেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে নিয়োগ করা হবে। বেতন রয়েছে প্রতি মাসে ১৩ হাজার টাকা করে। কিভাবে আবেদন করবেন Webel Technology Data Entry Operator পদে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
পদের নামঃ– Data Entry Operator
যোগ্যতাঃ– Graduate(স্নাতক) from a recognised University in BA/ BSc/ BCom/ BCA। এছাড়াও কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্স করা সার্টিফিকেট থাকতে হবে।
পাশাপাশি www.employmentbankwb.gov.in এই ওয়েবসাইটে নাম রেজিষ্ট্রেশন থাকতে হবে।
বয়সঃ– ১৮ থেকে ৪০ এর মধ্যে বয়স থাকতে হবে। বয়স হিসাব করা হবে ০১/০১/২০২২ অনুযায়ী।
বেতনঃ– ১৩ হাজার টাকা প্রতি মাসে বেতন রয়েছে।
ডকুমেন্টসঃ– Webel Technology Data Entry Operator পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে।
১) পাসপোর্ট সাইজের ফটো
২) সিগনেচার।
৩) বয়সের প্রমাণ পত্র
৪) ঠিকানার প্রমাণপত্র।
৫) কম্পিউটার সার্টিফিকেট।
৬) www.employmentbankwb.gov.in রেজিস্ট্রেশন সার্টিফিকেট।
৭) স্নাতক পরীক্ষার মার্কশীট/ শেষ সেমিস্টার মার্কশীট।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য Webel Technology Limited এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে সেখান থেকে আবেদন করতে হবে।
DEO পদে নিয়োগ এর সম্পূর্ণ আবেদন পদ্ধতিঃ- ভিডিও দেখুন
ওয়েবসাইট লিংকঃ– Check
Online Apply Link:–
আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২২।
Selection Process –
- Shortlisting of candidates on the basis of the uploaded documents against the desired qualification and skillset.
- Shortlisting will be as per Graduation marks (percentage) and duration of ‘Computer Certification’
- Shortlisted candidate will have to undergo hands on test on typing, word, excel, PowerPoint, Proficiency in using internet, Handling of e-mail, Data Entry etc
- Face to Face Interview
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক