West Bengal Voter List 2002 Download: পশ্চিমবঙ্গের পুরাতন ভোটার লিস্ট (Voter List 2002) প্রকাশিত হলো। এখন অনলাইন থেকে ডাউনলোড করে দেখে নিন, আপনার ভোটকেন্দ্র (Polling Station) অনুযায়ী পুরাতন 2002 সালের ভোটার লিস্ট।
2002 সালের পুরাতন ভোটার লিস্টে আপনি দেখতে পারবেন – ভোটারের নাম, বাবা বা স্বামীর নাম, লিঙ্গ, বয়স ও ভোটার কার্ড নাম্বার। জেলা ভিত্তিক পুরাতন ভোটার লিস্ট প্রকাশিত করলো CEO West Bengal।
নিচের ধাপ গুলো ফলো করে ডাউনলোড করে দেখে নিন, পুরাতন ভোটার লিস্ট (West Bengal Old Voter List 2002 PDF Download) –
১) প্রথমে আপনাকে ceowestbengal.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।
২) এরপর Electoral Roll of SIR 2002, (remaining ACs will be uploaded soon) এই লেখার উপরে ক্লিক করুন।
৩) এরপর আপনার জেলা সিলেক্ট করুন।
৪) এরপর আপনার বিধানসভা সিলেক্ট করুন।
৫) এরপর আপনাকে Polling Station Name খুঁজে নিয়ে পাশে থাকা Final Roll এ ক্লিক করে ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে।
৬) ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেলে দেখে নিন আপনার নাম সহ বিস্তারিত।
এখনো পর্যন্ত সমস্ত জেলা ভিত্তিক ভোটার লিস্ট 2002 সালের আপলোড হয়নি, তাই কিছুক্ষন পর চেষ্টা করুন। সমস্ত জেলা বিধানসভা ভিত্তিক 2002 সালের ভোটার লিস্ট চলে আসবে।
আরও পড়ুনঃ ভোটার ভেরিফিকেশন (SIR) শুরু হচ্ছে! এই ডকুমেন্টস থাকলেই প্রমাণ হবে আপনি ভারতীয় নাগরিক?

West Bengal Old Voter List 2002 Download / West Bengal 2002 Voter List Download : Click Now
ইতিমধ্যেই বিহারে শুরু হয়েছে, ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচি (Special Intensive Revision/SIR)। যার মূল উদ্দেশ্য হলো স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা। যারা বাইরে থেকে এসে ভোট দিচ্ছে অবৈধ ভাবে, তাদের নাম ছাঁটাই করা। শুধু যে বিহারেই এই SIR হবে তা কিন্তু নয়! এবার বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ আগামী আগষ্ট মাস থেকে বলে খবর।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 51 লক্ষ ভোটারের নাম বাতিল করা হয়েছে। যার কারন উল্লেখ করে জানানো হয়েছে, 18 লক্ষ মৃত ভোটারের খবর পাওয়া গেছে, 26 লক্ষ ভোটার বিভিন্ন নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হয়েছেন এবং দুটি স্থানে নাম নথিভূক্ত করেছেন 7 লক্ষ ভোটার।