West Bengal 2025 PDF Final Voter List Download: পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিন, (West Bengal 2025 Voter List Download) আপনার নাম। এখন সহজেই আপনার জেলার, বিধানসভার অন্তর্গত আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড (PDF File Download) করে দেখে নিতে পারবেন, লিস্টে আপনার কিংবা আপনার পরিবারের নাম রয়েছে কিনা। এছাড়াও ২০২৫ সালের ভোটার লিস্ট থেকে কাদের কাদের নাম বাতিল হয়েছে, তা নামের পাশে ডিলিট (DELETED) লেখা দেখতে পারবেন।
বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার SIR – যার মাধ্যমে ভুয়ো ভোটার, মৃত ভোটার ইত্যাদি নাম বাতিল করে সংশোধিত ভোটার লিস্ট প্রকাশ করাই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গে ভোটার এসআইআর শুরু হওয়ার আগেই ২০০২ সালের ভোটার লিস্টের সাথে ২০২৫ সালের ভোটার লিস্টের ম্যাপিং এর কাজ প্রায় শেষ পর্বের দিকে। এর মাধ্যমে দেখা হচ্ছে ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে, তাদের নাম ২০২৫ সালের ভোটার লিস্টে রয়েছে কিনা।
ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে ২০০২ সালের পুরনো ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে। তবে আজকের প্রতিবেদনে দেখে নিচ্ছি, কিভাবে ২০২৫ সালের ভোটার লিস্ট ডাউনলোড (Voter List 2025 Download West Bengal) করবেন, ধাপে ধাপে দেখে নিন আজকের প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গের ২০২৫ সালের ভোটার তালিকা ডাউনলোড পদ্ধতি দেখুন – West Bengal 2025 Voter List Download Process Step By Step –
১) প্রথমে আপনি নিচে উল্লেখিত জেলা থেকে আপনার জেলা বেঁছে নিন। এরপর সেই জেলার পাশে থাকা ডাউনলোড (Download Now) অপশনে ক্লিক করুন।
২) পরবর্তী পেজে রাজ্য পশ্চিমবঙ্গ দেখতে পারবেন, এরপর District থেকে আপনার জেলা সিলেক্ট করুন।
৩) এরপর Assembly Constituency থেকে আপনার জেলার অন্তর্গত বিধানসভা সিলেক্ট করুন।
৪) এরপর Select Language অপশন থেকে বাংলা / ইংরেজি কোন ভাষায় ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন, তা সিলেক্ট করুন।
৫) এরপর নিচে থাকা Roll Type থেকে Final ভোটার লিস্ট 2025 ডাউনলোড করার জন্য – Final Roll 2025 সিলেক্ট করুন।
৬) এরপর নিচে থাকা Captcha কোড যা রয়েছে, ডিসপ্লের মধ্যে দেখতে পারবেন – তা দেখে দেখে বক্সে উল্লেখ করুন।
৭) এরপর নিচে থেকে আপনার ভোট কেন্দ্র খুঁজুন, এছাড়াও Search এ অংশ নং জানা থাকলে তা লিখলে নিচে ভোট গ্রহণ কেন্দ্র চলে আসবে।
৮) এরপর ভোট গ্রহণ কেন্দ্রের নামের পাশে থাকা Select এর বক্সে টিক মার্ক করুন ও উপরে থাকা Download Selected PDF লেখার উপরে ক্লিক করুন।
৯) এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন, বক্সটি পূরণ হওয়া পর্যন্ত। যেখানে ১ মিনিট কিংবা তার কম সময় লাগতে পারে ইন্টারনেট স্পিড (Internet Speed) এর উপর ভিত্তি করে।
১০) ভোটার লিস্ট ২০২৫ ডাউনলোড হয়ে গেলে, এখন দেখে নিন পরিবারের ও আপনার নাম রয়েছে কিনা। এছাড়াও আপনার বুথের (অংশের) কাদের কাদের নাম বাতিল (DELETED) হয়েছে, তা দেখতে পারবেন। আরও বিস্তারিত জানতে আপনার বুথের BLO এর সাথে কিংবা নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করুন।
West Bengal 2025 Voter List Download
| ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড |
|---|---|---|
| ১ | আলিপুরদুয়ার | Download Now |
| ২ | বাঁকুড়া | Download Now |
| ৩ | বীরভূম | Download Now |
| ৪ | কোচবিহার | Download Now |
| ৫ | দক্ষিণ দিনাজপুর | Download Now |
| ৬ | দার্জিলিং | Download Now |
| ৭ | হুগলি | Download Now |
| ৮ | হাওড়া | Download Now |
| ৯ | জলপাইগুড়ি | Download Now |
| ১০ | ঝাড়গ্রাম | Download Now |
| ১১ | কলকাতা উত্তর | Download Now |
| ১২ | কলকাতা দক্ষিণ | Download Now |
| ১৩ | কালিম্পং | Download Now |
| ১৪ | মালদা | Download Now |
| ১৫ | মুর্শিদাবাদ | Download Now |
| ১৬ | নদীয়া | Download Now |
| ১৭ | উত্তর ২৪ পরগনা | Download Now |
| ১৮ | পশ্চিম বর্ধমান | Download Now |
| ১৯ | পশ্চিম মেদিনীপুর | Download Now |
| ২০ | পূর্ব বর্ধমান | Download Now |
| ২১ | পূর্ব মেদিনীপুর | Download Now |
| ২২ | পুরুলিয়া | Download Now |
| ২৩ | দক্ষিণ ২৪ পরগনা | Download Now |
| ২৪ | উত্তর দিনাজপুর | Download Now |











