Aadhaar Supervisor & Operator Recruitment in West Bengal 2026: রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে আধার অপারেটর ও সুপারভাইজার নিয়োগ – আবেদন করুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

West Bengal Aadhaar Supervisor/Operator Recruitment 2026: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর।  রাজ্যে Aadhaar Supervisor / Operator পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে CSC e-Governance Services India Limited।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উচ্চ মাধ্যমিক পাশে Aadhaar Supervisor ও Operator পদে কর্মী নিয়োগ করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নিয়োগকারী সংস্থা

CSC e-Governance Services India Ltd

পদের নাম

  • Aadhaar Operator
  • Aadhaar Supervisor

কাজের স্থান

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় (Alipurduar,Darjeeling,Medinipur East,Kolkata & Dinajpur Uttar) এই Aadhaar Seva Kendra / CSC Centres এ নিয়োগ করা হচ্ছে।  পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। 

বয়স সীমা

আধার সুপারভাইজার ও অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ১৮ বছর বয়স থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

  • ন্যূনতম উচ্চ মাধ্যমিক (12th Pass) অথবা মাধ্যমিক পাশ + ৩ বছরের পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করা কিংবা মাধ্যমিক পাশ + ২ বছরের আইটিআই (Industrial Training Institute) কোর্স করা থাকলেও আবেদনের যোগ্য। 
  • UIDAI Certified Operator/SupeIDisor Certificate বাধ্যতামূলক
  • কম্পিউটার জ্ঞান থাকতে হবে
  • স্থানীয় ভাষা (বাংলা) জানা আবশ্যক

বেতন 

পোস্ট মাসিক বেতন
Operator সংশ্লিষ্ট রাজ্য সরকারের নির্ধারিত আধা-দক্ষ (Semi-Skilled) কর্মীদের ন্যূনতম মজুরি অনুযায়ী বেতন প্রদান করা হবে।
Supervisor সংশ্লিষ্ট রাজ্য সরকারের নির্ধারিত আধা-দক্ষ (Semi-Skilled) কর্মীদের ন্যূনতম মজুরি অনুযায়ী বেতন প্রদান করা হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • Aadhaar Card
  • Educational Qualification Certificate
  • UIDAI Operator/Supervisor Certificate
  • PAN Card
  • Passport Size Photo
  • Resume (BIO-DATA)
  • Mobile Number & Email ID

আবেদন পদ্ধতিঃ আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে, এরজন্য cscspv.in পোর্টালে এসে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টাল, নোটিফিকেশন দেখতে পারবেন।  আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল পোর্টাল ও নোটিশ দেখে আবেদন করুন। 

আবেদনের শেষ তারিখ

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আধার সুপারভাইজার ও অপারেটর পদে আবেদন জানাতে হবে ৩১/০১/২০২৬ তারিখের মধ্যে।

গুরুত্বপূর্ণ লিংক

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।