পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে Honorary Health Worker (HHW) চাকরি 2025: যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায়, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হচ্ছে পৌরসভায় Honorary Health Worker (HHW) বা স্বেচ্ছাসেবী স্বাস্থ্য কর্মী পদে। এই পদটি শুধুমাত্র নারীদের জন্য। আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কীভাবে আবেদন করবেন, কারা এই পদের জন্য উপযুক্ত এবং মাসিক বেতনই কত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Honorary Health Worker (HHW)। এই পদে অস্থায়ী/চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতাঃ– HHW পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক (Madhyamik) পাশ। তবে এখানে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও আবেদন করতে পারেন, কিন্তু নিয়োগে মাধ্যমিক নম্বর প্রাধান্য পাবে।

শূন্যপদঃ– Honorary Health Workers (HHW) পদে মোট 30 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদে প্রথমত এক বছরের জন্য নিয়োগ করা হবে, পরবর্তীতে কাজের উপর ভিত্তি করে মেয়াদ বৃদ্ধি হতে পারে।

বয়সঃ– Honorary Health Workers পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, কমপক্ষে 30 বছর ও সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আর বয়স হিসেব করা হবে 01/01/2025 তারিখের নিরিখে।

বেতনঃ– Honorary Health Workers পদটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী ও সম্মানজনক। এখানে প্রতি মাসে সম্মানজনক ভাতা দেওয়া হবে 5,250 টাকা করে।

ডকুমেন্টসঃ– Honorary Health Workers পদে আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে, তা হলো –

ক) জন্ম সার্টিফিকেট বা মাধ্যমিক এডমিট কার্ড,
খ) মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার মার্কশীট,
গ) আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড,
ঘ) বিবাহিত প্রমান – স্বামীর নাম উল্লেখিত নথি / স্বামী মারা গেলে মৃত্যু সার্টিফিকেট / বিবাহ বিচ্ছিন্ন হলে তার প্রমাণ।
ঙ) জাতিগত শংসাপত্র,
চ) বসবাসের প্রমাণপত্র – MP / MLA / Mayor / Chairman / Councilor / SDO এর কাছ থেকে,
ছ) পাসপোর্ট সাইজের কালার ফটো ও সিগনেচার।

আবেদন পদ্ধতিঃ– আগ্রহ ও ইচ্ছুক মহিলা প্রার্থীদের HHW পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://amc.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। তবে এই পদে আবেদন করার জন্য Asansol/Kulti জোনের স্থানীয় বাসিন্দা হতে হবে।

আবেদনের শেষ তারিখঃ– HHW Last Date 26/07/2025। ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে, তাই অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

West Bengal Asansol Municipal Corporation Honorary Health Workers Recruitment Notification 2025: Download

West Bengal Asansol Municipality HHW Online Apply Link: Click

Website Link:- Click