চাকরি

খুশির খবর! রাজ্যে আশা,অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের বেতন বৃদ্ধি করলো সরকার,কত টাকা করে দেখুন!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য বড়ো ঘোষণা করলো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী এপ্রিল মাস থেকে রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারপদের মাসিক বেতন বৃদ্ধি করতে চলছে রাজ্য সরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আগামী এপ্রিল মাস থেকে আশা কর্মী তাদের মাসিক বেতনের সঙ্গে আরও 750 টাকা বেশি পাচ্ছে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী পদে কর্মরত চাকরি প্রার্থীরা তাদের মাসিক বেতনেও 750 টাকা বেশি পাশে আগামী এপ্রিল মাস থেকে। শুধু তাই নয় অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কর্মরত প্রার্থীরাও পাচ্ছেন আগামী এপ্রিল মাস থেকে 500 টাকা করে বেশি বেতন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি আশার মেয়েরা অনেক কাজ করে ওরা আমাদের গর্ব, সমাজের দিশা। আমাদের সব বিপদে আপদে পাশে থাকে,ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো।”

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8 হাজার 250 টাকা মতো পায়, ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS Helper রয়েছে তারাও 6 হাজারের মতো পায় এবং তাদের বেতনও পয়লা এপ্রিল থেকে 500 টাকা করে বাড়ানো হলো।”

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জীবনের শুভ কামনা করেন এবং সব সময় পাশে থাকার ও ভবিষ্যতে আরও সুযোগ সুবিধা দেওয়ার কথা এদিন জানিয়ে দেন।

আরও নতুন নতুন চাকরির আপডেট ও খবর পেতে অফিসিয়াল WhatsApp Group এ জয়েন্ট করুন: Join Now

Related Articles

Back to top button