WB Banglar Bari 2025- ডিসেম্বরে আরও ১৬ লক্ষ বাড়ির টাকা! নাম দেখুন ও Self Declaration সাবমিট করুন এইভাবে!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্য সরকার আবারও দিচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের (Banglar Bari Prakalpa) আওতায় পাকা বাড়ি বানানোর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা। যার প্রথম কিস্তি ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে ডিসেম্বর (২০২৫) মাসে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আপনার ব্যাংক অ্যাকউন্টে ডিসেম্বর মাসে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে কি না, এখন সহজেই অনলাইনে চেক করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে। প্রতিটি পরিবারকে টাকা পাওয়ার আগে অবশ্যই আধার OTP Verify ও Self Declaration Form অনলাইন সাবমিট করতে হবে।

বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম ধাপে ১২ লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি ধাপে ৬০ হাজার টাকা করে, মোট ১ লক্ষ ২০ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন। এবার আরও প্রায় ১৬ লক্ষ পরিবার পেতে চলেছেন পাকা বাড়ি বানানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা।

ইতিমধ্যেই টাকা পাঠানোর আগে সমস্ত যাচাই পর্ব শেষ করে দিয়েছে রাজ্য সরকার। এখন প্রতিটি উপভোক্তার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে একটি করে মেসেজ পাঠানো হচ্ছে, সেই লিংকে ক্লিক করে উপভোক্তাদের Self Declaration ফর্ম ও আধার OTP ভেরিফাই করে সাবমিট করতে হবে। এরপর টাকা পাঠানো শুরু হলে (সম্ভবত ডিসেম্বর মাসে) প্রথম কিস্তির টাকা ব্যাঙ্কে চলে আসবে।

এছাড়াও আপনি অনলাইনে মোবাইল ফোন দিয়ে চেক করে দেখে নিতে পারবেন, আপনার নামে ঘর আছে কিনা অর্থাৎ ডিসেম্বর মাসে আপনি টাকা পাবেন কিনা। শুধুমাত্র রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়েই তা চেক করতে পারবেন। তবে এখনো অনেক জেলার মেসেজ পাঠানো হয়নি, যদি না পাঠানো হয়ে থাকে – তাহলে Beneficiary phone not found or sms not send এরকম লেখা চলে আসবে। তবে আপনার জেলায় যদি মেসেজ পাঠানো হয় ও আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করার পরও Beneficiary phone not found or sms not send – এরকম লেখা ডিসপ্লে এর মধ্যে আসে, তাহলে লিস্টে আপনার নাম নেই। এরজন্য অবশ্যই আপনাকে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প লাইন নাম্বারে কল করে অভিযোগ কিংবা একটি পাকা বাড়ি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। কোন নাম্বারে কল করবেন, বিস্তারিত ভালো ভাবে জানতে, আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কিভাবে বাংলার বাড়ি প্রকল্পের Self Declaration Module ফর্মটি ফিলাপ করবেন? ধাপে ধাপে দেখে নিন –

১) আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে Beneficiary Id সহ একটি লিংক যুক্ত মেসেজ আসলে সেই লিংকে ক্লিক করুন। কিংবা নিচে দেওয়া লিংকে ক্লিক করেও Banglar Bari Self Declaration Form টি সাবমিট করতে পারবেন।

২) পরবর্তী পেজে রেজিস্ট্রার মোবাইল নাম্বার উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন প OTP বসিয়ে দিয়ে Verify এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে Self Declaration ফর্মটি চলে আসবে। সেখানে আপনি আপনার নাম, স্বামী/বাবার নাম, ঠিকানা, ব্যাংকের তথ্য ইত্যাদি দেখতে পারবেন।

৪) সবকিছু ভালো ভাবে মিলিয়ে নেওয়ার পর নিচে Verify Using Aadhaar OTP বক্সে ক্লিক করুন ও পাশে থাকা Accept অপশনে ক্লিক করুন।

৫) পরবর্তী পেজে Aadhaar Authentication করতে হবে। এরজন্য নিচের বক্সে টিক মার্ক দিয়ে উপভোক্তার আধার কার্ড নাম্বার উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন।

৬) পরবর্তী পেজে আধার কার্ডের সাথে লিংক মোবাইল নাম্বারে আসা OTP উল্লেখ করে Verify OTP তে ক্লিক করুন।

৭) এরপর UDIN Generated Successfully লেখা চলে আসবে ও Self Declaration Submit হয়ে যাবে।

৮) এরপর পেজটি রিফ্রেশ করলেই আবেদন সাবমিট দেখতে পারবেন কিংবা পুনরায় রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে লগইন করলেও Already Submit চলে আসবে।

আর আপনি যদি এখনো কোনো মেসেজ পাননি কিংবা পেয়েছেন ডিলিট হয়েছে। তাহলে নিচের লিংকে ক্লিক করে মোবাইল নাম্বার উল্লেখ করে GET OTP তে ক্লিক করে দেখুন পরবর্তী পেজ OTP বসানোর আসছে কিনা। যদি এসে থাকে, তাহলে উপরের পদ্ধতি ফলো করে সেল্ফ ডিক্লেয়ারেশন ফর্ম সাবমিট করুন। আর পরবর্তী OTP এর পেজ না আসলে কিংবা Beneficiary phone not found or sms not send এরকম লেখা আসলে, আপনার নাম লিস্টে নেই। এরজন্য দিদিকে বলো কিংবা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প লাইন নাম্বারে কল করে অভিযোগ করুন – ✆ 9137091370।

Banglar Bari Self Declaration Form Submit Link:Click Now

বাংলার বাড়ি লিস্ট মোবাইল নাম্বার দিয়ে নাম চেক করার লিংকক্লিক ও চেক করুন