West Bengal Budget 2025: রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০২৫-২৬ বাজেটের বড় সুখবর, ৪% বাড়ল মহার্ঘ্য ভাতা(ডিএ)

Ealiash Rahaman

রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০২৫-২৬ বাজেটের বড় সুখবর, ৪% বাড়ল মহার্ঘ্য ভাতা(ডিএ): ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো বড় সুখবর। আজ, ১২ ফেব্রুয়ারি ২০২৫, বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে তিনি ঘোষণা করেন, আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ৪% বৃদ্ধি করা হবে। এই বৃদ্ধির ফলে কর্মীদের মোট ডিএ ১৮% এ পৌঁছাবে বলে জানান।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এই সুবিধার আওতায় আসবেন। সরকারি দপ্তরের কর্মীদের পাশাপাশি, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পুরসভা ও পঞ্চায়েতের কর্মী এবং পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। দীর্ঘদিন ধরেই কর্মচারী সংগঠনগুলোর দাবি ছিল ডিএ বৃদ্ধির, তবে সেই দাবির আংশিক প্রতিফলন ঘটল বাজেট ঘোষণায়।

প্রসঙ্গত , এই ঘোষণার পরও কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার ফারাক থেকেই যাচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা রাজ্যের তুলনায় প্রায় ৩৫% বেশি ডিএ পান। যদিও রাজ্য সরকার তার আর্থিক সক্ষমতার কথা মাথায় রেখেই ধাপে ধাপে ডিএ বাড়িয়ে চলেছে, তবে কর্মচারীদের একাংশ মনে করছেন, এই পার্থক্য কমানোর জন্য আরও বড় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

গত বছর রাজ্য বাজেটে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, তবে তার পর থেকে আর কোনো বৃদ্ধি হয়নি। এক বছর পর আবারও এই বাড়তি ডিএ ঘোষণা কর্মীদের স্বস্তি দেবে, এমনটাই আশা করা হচ্ছে। তবে সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা সংক্রান্ত মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর মধ্যেই বাজেট ঘোষণায় ৪% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিঃসন্দেহে কর্মীদের জন্য বড় খবর।

Related News