আইসিডিএস ও আশা কর্মীদের জন্য বড় সুখবর, রাজ্য বাজেটে বরাদ্দ ২০০ কোটি টাকা: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আইসিডিএস ও আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই ছিল তার সরকারের শেষ বাজেট, কারণ ভোটের আর মাত্র এক বছর বাকি।আইসিডিএস ও আশা কর্মীদেরকে মোবাইল কেনার জন্য রাজ্য বাজেটে বরাদ্দ ২০০ কোটি টাকা।
জেলা সফরের সময় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা ও আইসিডিএস কর্মীদের যে সুখবরের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এবার বাস্তবায়িত হলো রাজ্য বাজেটে। আজ, ১২ ফেব্রুয়ারি, বিধানসভায় বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, ৭০,০০০ আশা কর্মীকে স্মার্টফোন দেওয়ার জন্য রাজ্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে।