West Bengal Centralised Admission Portal (WBCAP)‑এর তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে যে, কলেজ ভর্তির আবেদনকারীদের অবশ্যই Category Details (SC/ST/OBC/General ইত্যাদি) আপডেট করতে হবে।
এরজন্য Portal-এ একটি নতুন ‘Category Update’ অপশন চালু হয়েছে, যেখানে শিক্ষার্থীরা লগইন করে নিজ নিজ ক্যাটাগরি সংক্রান্ত তথ্য সংশোধন বা আপডেট করতে পারবেন।
আর এই কাজটি নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করতে হবে, অন্যথায় ভর্তি প্রক্রিয়ায় অসুবিধা হতে পারে। কলেজে ভর্তির সময় Category অনুযায়ী আসন সংখ্যা নির্ধারিত থাকে। অর্থাৎ SC, ST, OBC, PH বা General—প্রত্যেক ক্যাটাগরির জন্য নির্দিষ্ট বিষয় ভিত্তিক আসন সংরক্ষিত থাকে।
তাই এই Category সুবিধা পেতে হলে, আবেদনকারী শিক্ষার্থীদের অবশ্যই WBCAP Portal‑এ নিজেদের Category Details আপডেট করতে হবে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কীভাবে সহজেই WBCAP Portal‑এ গিয়ে আপনি Category Details Update করবেন।
WBCAP Portal Category Details Update Step By Step:-
১) প্রথমে আপনাকে WBCAP Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসতে পারবেন।
২) এরপর Log In এ ক্লিক করে, User Id ও পাসওয়ার্ড উল্লেখ করে লগইন করুন।
৩) এরপর একটি পপ আপ মেসেজ শো হবে, সেখান থেকে দেখে নিন আপনার Category। যদি Category Select করা না থাকে, তাহলে সিলেক্ট করুন ও Check এ ক্লিক করুন।
৪) এরপর Save এ ক্লিক করুন, আপনার Category Details Update হয়ে যাবে।
৫) এর পাশাপাশি Dashboard এ ক্লিক করে My Preference এ ক্লিক করে দেখে নিন, কোন কলেজে আবেদন করেছেন, সেই সাবজেক্টের এর Probability High/Moderate/Low কি রয়েছে।
৬) যদি Low/Moderate কোনো কলেজের সাবজেক্ট দেখা যাচ্ছে, তাহলে যেগুলো High Probability রয়েছে, সেই সকল কলেজকে ১ নাম্বারে রাখুন।
West Bengal Centralised Admission Portal Category Details Update Link:- Click Now