রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন পদে চাকরি 2025, দেখুন বেতন ও আবেদন পদ্ধতি?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে জেলা ম্যাজিস্ট্রেট অফিস থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হলো। অষ্টম শ্রেণী হোক বা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আপনি এখানে আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গের যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে কোন পদে মাসিক বেতন থাকবে, আবেদন কতদিন পর্যন্ত চলবে – বিস্তারিত দেখে নিন অফিসিয়াল নোটিফিকেশন সহ আজকের প্রতিবেদনে।

  • পদের নামঃ– Housemother
  • যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে।
  • বয়সঃ– সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে।
  • বেতনঃ– মাসিক বেতন থাকবে 14,564 টাকা করে।
  • পদের নামঃ– Cook
  • যোগ্যতাঃ– শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।
  • বয়সঃ– সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে, বয়স থাকতে হবে আবেদনকারীর।
  • বেতনঃ– এই পদে মাসিক বেতন রয়েছে 12 হাজার টাকা করে।
  • পদের নামঃ– Helper Cum Night Watchman
  • যোগ্যতাঃ– শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।
  • বয়সঃ– আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
  • বেতনঃ– মাসিক বেতন রয়েছে 12 হাজার টাকা করে।
  • পদের নামঃ– Counsellor
  • বয়সঃ– আবেদনকারীর বয়স থাকতে হবে 24 থেকে 40 বছর বয়সের মধ্যে।
  • যোগ্যতাঃ– স্নাতক।
  • বেতনঃ– মাসিক বেতন 23 হাজার 170 টাকা করে।
  • পদের নামঃ– Child Welfare Officer
  • যোগ্যতাঃ– স্নাতক।
  • বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে।
  • বেতনঃ– মাসিক বেতন রয়েছে 23 হাজার 170 টাকা করে।
  • পদের নামঃ– Ayah
  • বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে।
  • বেতনঃ– মাসিক বেতন 12 হাজার টাকা করে।
  • যোগ্যতাঃ– মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://coochbehar.gov.in/ এর অফিসিয়াল ওয়েবসাইট এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন চলবে 04/01/2025 তারিখ পর্যন্ত। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি থেকে যোগ্যতা ও মানদণ্ড দেখে নিয়ে আবেদন করুন।

  • Notification Download Link:- Click 
  • Online Apply Link:- Click