ফেব্রুয়ারী মাসে সম্পূর্ণ বিনামূল্যে কত কেজি করে চাল,আটা/গম ও চিনি পাবেন দেখুন লিস্ট
রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী রেশন কার্ড হোল্ডারদের হাতে তুলে দেওয়া হয়। কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আরও একবছর সম্পূর্ণ বিনামূল্যে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী দেওয়া হবে।
রেশন দোকান থেকে সবাই সম্পূর্ণ বিনামূল্যে রেশন পাবেন না।রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য আপনার কাছে AAY,SPHH,PHH, RKSY-1 & RKSY-2 রেশন কার্ড থাকতে হবে।
আপনার কাছে যদি AAY,SPHH,PHH,RKSY-1 কিংবা RKSY-2 রেশন কার্ড থাকে তাহলে, ফেব্রুয়ারী মাসে রেশন দোকান থেকে কত কেজি চাল, আটা/গম ফ্রীতে পেয়ে যাবেন তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।
AAY Ration Card Facility West Bengal
চাল:– যদি আপনার পরিবারে AAY কার্ড থাকে তাহলে ২১ কেজি চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
আটা/গম:- ১৩ কেজি ৩০০ গ্রাম আটা সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু। অথবা ১৪ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পিছু।
চিনি:- ১ কেজি চিনি পরিবার পিছু এর জন্য ১৩ টাকা ৫০ পয়সা দিতে হবে।
AAY Ration Card Full Form :- Antodaya Anna Yojana Ration Card
PHH Ration Card Facility West Bengal
চাল:- যদি আপনার পরিবারে PHH রেশন কার্ড থাকে তাহলে প্রতি কার্ডে ৩ কেজি করে চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।
আটা/গম:- PHH রেশন কার্ডে আটা পাবেন কার্ড প্রতি ১ কেজি ৯০০ গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে। অথবা গম নিলে ২ কেজি কার্ড প্রতি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।
PHH Ration Card Full Form:- Priority Household Ration Card
SPHH Ration Card Facility West Bengal
চাল:– যদি আপনার পরিবারে SPHH Ration Card থাকে তাহলে কার্ড প্রতি সম্পূর্ণ বিনামূল্যে ৩ কেজি করে চাল পাবেন।
আটা/গম:- SPHH Ration Card থাকলে সম্পূর্ণ বিনামূল্যে কার্ড প্রতি ১ কেজি ৯০০ গ্রাম আটা পাবেন অথবা ২ কেজি গম সম্পূর্ণ বিনামূল্যে কার্ড প্রতি পাবেন।
SPHH Ration Card Full Form:- Special Priority Household Ration Card
RKSY 1 Ration Card Facility West Bengal
চাল:- কার্ড প্রতি সম্পূর্ণ বিনামূল্যে ৫ কেজি করে চাল পাবেন RKSY-1 রেশন কার্ড থাকলে।
RKSY Ration Card Full Form is Rajya Khadya Suraksha Yojana
RKSY 2 Ration Card Facility West Bengal
চাল:– ২ কেজি সম্পূর্ণ বিনামূল্যে কার্ড প্রতি চাল পাবেন RKSY 2 রেশন কার্ড থাকলে।
রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে ফেব্রুয়ারী মাসে রেশন দোকান থেকে উপরে দেওয়া হিসাব অনুয়ায়ী চাল,আটা/গম পাবেন।