শিক্ষা

মাধ্যমিক রেজাল্ট ২০২৩ কবে জানিয়ে দিলো ও কোন ওয়েবসাইটে দেখা যাবে দেখুন

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট-এর দিনক্ষণ ঘোষণা করলো মধ্য শিক্ষা পর্ষদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBBSE এর তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আগামী ১৯শে মে মাধ্যমিক রেজাল্ট 2023 প্রকাশিত হচ্ছে।

সকাল ১০ টায় প্রেস কনফারেন্স করে রেজাল্ট প্রকাশিত করবে মাধ্যমিক বোর্ড। পড়ুয়ারা এরপর অনলাইন থেকে বিভিন্ন ওয়েবসাইট এর মাধ্যমে তাদের মাধ্যমিক রেজাল্ট 2023 দেখতে পারবেন। শুধু ওয়েবসাইট নয় মোবাইল App এর মাধ্যমেও সম্পূর্ণ বিনামূল্যে রেজাল্ট দেখতে পারবেন।

১৯শে মে ২০২৩ ওই দিনেই দুপুর ১২ টার দিকে পড়ুয়ারা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই তাদের মাধ্যমিক রেজাল্ট ২০২৩ পেয়ে যাবে।

অনলাইনে কিভাবে মাধ্যমিক রেজাল্ট চেক করবেন দেখুনঃ-

১) প্রথমে আপনাকে wbresults.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর প্রথমেই থাকবে West Bengal Board Of Secondary Education Result 2023 এই লিংকে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Admit Roll No ও জন্ম তারিখ বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৪) এরপর আপনার সামনে আপনার রেজাল্ট চলে আসবে দেখে নিন কোন বিষয়ে কত নাম্বার করে পেলেন, তা দেখা যাবে।

Madhyamik Result 2023 Link:- Result Check 

এছাড়াও মাধ্যমিক রেজাল্ট ২০২৩ চেক করার বিভিন্ন ওয়েবসাইট লিংক:-

1) https://wbbse.wb.gov.in

2) http://www.exametc.com

3) http://bengali.abplive.comcom

4) http://www.anandabazar.com

5) http://www.sangbadpratidin.in

6) https://bengali.news18.com/

7) http://www.indiaresults.com

8) http://www.results.shiksha

9) http://www.jagranjosh.com

10) http://www.schools9.com

11) http://www.fastresult.in

13) http://www.vidyavision.com

Madhyamik Result 2023 Check Mobile App:– মাধ্যমিক রেজাল্ট ২০২৩ শুধু আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন তা নয়, ওয়েবসাইট এর পাশাপাশি মোবাইল এপস থেকেও সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন। এরজন্য আপনাকে মোবাইল ফোন এর Play Store থেকে Exametc.com মোবাইল App, Madhyamik Results 2023 মোবাইল Application, Madhyamik Result App অথবা FASTRESULT মোবাইল App ডাউনলোড করে নিতে হবে। এরপর রোল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন।

Related Articles

Back to top button