সুখবর! রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার পদে কর্মী নিয়োগ, কোন কোন পদে কতগুলো শূন্যপদ দেখুন
- রাজ্যে বিরাট সুখবর রাজ্য সরকারের ১ লক্ষ ২৫ হাজার চাকরিতে নিয়োগ! সুখবর দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের কর্মসংস্থানের দিকে জোর প্রদান সরকারের। ১ লক্ষ ২৫ হাজার শূণ্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো মমতা ব্যানার্জি।
মঙ্গলবার দুপুরে নবান্ন সাংবাদিক বৈঠকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের ১ লক্ষ ২৫ হাজার শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন । বেকার যুবক যুবতীদের জন্য সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তিনি জানান, রাজ্যে বেশি করে শূন্য পদের কর্মসংস্থানে নিয়োগে কাজ চলছে। ১ লক্ষ ২৫ হাজার টি পদে নিয়োগ করতে চলেছেন। বাংলার মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা, পুলিশ, স্বাস্থ্যদফতর সহ বিভিন্ন বিভাগে এই নিয়োগ করা হবে। তিনি বলেন, খুব শীঘ্রই ১ লক্ষ ২৫ হাজার টি পদে নিয়োগে প্রক্রিয়া চালু হবে।
বিভিন্ন দপ্তরে নিয়োগ একনজরে দেখে নেই কোন পদে কতজন কর্মী নিয়োগ
রাজ্য প্রাথমিক শিক্ষা দফতরে নেওয়া হবে ১১ হাজার কর্মী এবং ১৪ হাজার ৫০০ জন উচ্চমাধ্যমিক শিক্ষা দফতরে নিয়োগ বিজ্ঞপ্তি।
রাজ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগ ২ হাজার ২০০ জন কর্মী।
পুলিশ বাহিনীর বিভিন্ন পদে ২০ হাজার নিয়োগ।
Excise Constable পদে ৩ হাজার কর্মী নিয়োগ।
গ্রুপ -ডি পদে ১২ হাজার ও গ্রুপ – সি পদে ৩ হাজার কর্মী নিয়োগ।
স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে নিয়োগ:-
ডাক্তার পদে ২ হাজার কর্মী নিয়োগ ও নার্স বিভাগে ৭ হাজার কর্মী নিয়োগ।
এছাড়া কমিউনিটি হেলথ ওয়ার্কার পদে ৭ হাজার আশাকর্মী নিয়োগ।
সমাজ কল্যান দপ্তরে ৯ হাজার ৪৯৩ জন কর্মী নিয়োগ এছাড়া ১৩ হাজার ৯০০ জন অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ।
নিয়োগের ঘোষণার পাশাপাশি বিরোধীদের কটাক্ষও করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বারবার আদালতের নির্দেশে চাকরি বাতিল। এর জেরে বেকার বহু তরুণ-তরুণী। এদিন কারো নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, “এই নিয়োগে যেন কেউ বাধা না দেয়। চাকরি দেওয়ার ক্ষমতা নেই। খালি চাকরি খাওয়া।”
মাননীয় মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে যুবক যুবতীদের কর্মসংস্থানের সুবিদার্থে এই ব্যবস্থা করা ।এই পদে লোক নেওয়ার জন্যও বিজ্ঞপ্তি জারি করা হবে খুব শীঘ্রই।