প্রকল্প

মমতা দিচ্ছে ১০ লক্ষ টাকা লোন ব্যবসা করতে,৩.৫লক্ষ টাকা ছাড়- স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প লোন আবেদন পদ্ধতি West Bengal New Scheme 2021. Business Loan Apply

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আপনি ব্যাবসা করার কথা ভাবছেন কিন্তু আপনার কাছে বর্তমানে সেরকম প্রয়োজনের টাকা হাতে নেই,কিন্তু সেরকম কোথাও লোনও নিতে পারছেন না!তাহলে আপনাকে আজকে একটি রাজ্য সরকারের প্রকল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি যেখান থেকে লোন নিয়ে, আপনি নতুন করে কিংবা পুনরায় বন্ধ ব্যাবসাকে চালু রাখতে পারবেন। রাজ্য সরকার এখানে সর্বোচ্চ ১০ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে বেকার যুবক/যুবতীদের ব্যবসা করার জন্য। কিভাবে আবেদন করবেন দেখে নিন বিস্তারিত তথ্যঃ-

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্য সরকারের এই প্রকল্পের নাম স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প।এখানে আবার দুটি প্রকল্প রয়েছে একটি “আত্মমর্যাদা প্রকল্প” যেখানে এককভাবে (এক থেকে চার জন) মিলে ব্যবসার জন্য লোন নিতে পারবেন আর একটি “আত্মসন্মান প্রকল্প” যেখানে (পাঁচ জন বা তার বেশী) যৌথভাবে ব্যবসা করার জন্য লেন নিতে পারবেন রাজ্য সরকারের কাছ থেকে।আপনি আপনার প্রয়োজন মতো লোন নিতে পারবেন তবে এখানে কিছু শর্ত রয়েছেঃ আত্মমর্যাদা প্রকল্পে লোন নিতে পারবেন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা আর আত্মসন্মান প্রকল্পে লোন নিতে পারবেন সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা।তবে এই লোন গুলো যে বেকার যুবক/যুবতী নিবে তার বয়স থাকতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে তবেই আবেদন করতে পারবেন।পাশাপাশি পারিবারিক মাসিক আয় ১৫ হাজার টাকার নিচে থাকতে হবে আবেদনকারীদের।

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প থেকে লোন দেওয়ার হিসাব টি দেখে নিনঃ- ১) ৫ শতাংশ টাকা আবেদনকারীকে দিতে হবে।২) ৩০ শতাংশ টাকা রাজ্য সরকারের অনুদান (একক প্রকল্পে সর্বাধিক ১.৫ লক্ষ টাকা, যৌথ প্রকল্পে সর্বাধিক ৩.৫ লক্ষ টাকা)।৩) বাকি ৬৫ শতাংশ টাকা অথবা অবশিষ্ট অর্থ রাষ্ট্রায়ত ব্যাঙ্ক/আর্থিক সংস্থা থেকে বর্তমান সুদের হারে ঋণ হিসাবে দেওয়া হবে। ‘আত্মমর্যাদা’ প্রকল্পে এককভাবে (এক থেকে চার জন) ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ে এবং ‘আত্মসন্মান’ প্রকল্পে (পাঁচ জন বা তার বেশী) যৌথভাবে ২৫ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ে কৃষি বাদে যে কোনো শিল্প বা ব্যবসায় অংশ নেওয়া যাবে। অর্থাৎ আপনি ১০০ টাকা লোন নিবেন সেখানে ৫ টাকা আপনাকে ব্যাংকে জমা করতে হবে যে ব্যাঙ্ক লোন দিবে সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে, আর ৩০ টাকা রাজ্য সরকার অনুদান দিবে ও বাকি ৬৫ টাকা লোন দিবে যেই ব্যাঙ্ক সেই ব্যাঙ্কে শুধু এই ৬৫ টাকায় শোধ করে দিতে হবে।

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প থেকে লোন নেওয়ার জন্য যে কার্ডটি লাগবে সেটি হলো কর্মবিনিয়োগ কেন্দ্রের কার্ড।এখন এই কার্ড যদি না থাকে তাহলে নিজ নিজ জায়গা থেকে বেকারী সংক্রান্ত শংসাপত্র নিতে হবে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য।কিছু কোথায় পাবেন এই বেকারী সংক্রান্ত শংসাপত্র- ১) ব্লক এলাকার জন্য – গেজেটেড অফিসার / গ্রামপঞ্চায়েত প্রধান
২) পৌর এলাকার জন্য – গেজেটেড অফিসার / পৌরসভার কাউন্সিলার
৩) পৌর নিগমের ক্ষেত্রে – গেজেটেড অফিসার / পৌরনিগমের কাউন্সিলারের কাছে পাবেন।

স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প থেকে তারাই লোন নিতে পারবেন না,যারা ইতিপূর্বে সরকারি অনুদানপ্রাপ্ত অন্য কোনো স্বনিযুক্তি প্রকল্পে ঋণ নিয়েছেন কিন্তু এখনো শোধ হয়নি তাহলে,তখন আপনাকে সেই লোন শোধ করে এই লোনের জন্য আবেদন করতে হবে তাহলে এর লাভ নিতে পারবেন। আরও বিশদভাবে জানতে নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে।প্রয়োজনে যোগাযোগ করুন জেলা স্বনির্ভরগোষ্ঠী ও স্বনিযুক্তি আধিকারিকঃ- আলিপুরদুয়ার – (০৩৫৬৪) ২৫৫১০৬বাকুঁড়া – (০৩২৪২) ২৪০০১৭বীরভূম – (০৩৪৬২) ২৫৯৩৮২বর্ধমান – (০৩৪২২) ৬৬৩৯২৩পূর্ব বর্ধমান -পশ্চিম বর্ধমান -কোচবিহার – (০৩৫৮২) ২২৩২০৩দক্ষিণ দিনাজপুর – (০৩৫২২) ২৩৫৬১২দার্জিলিং -হুগলী – (০৩৩) ২৬৮১ ২৬৮৪হাওড়া – (০৩৩) ২৬৩৭ ৪০৫৭ জলপাইগুড়ি – (০৩৫৬১) ২২৪১৩২ঝারগ্রাম -কলকাতা – (০৩৩) ২২৮৬ ৬৪১১কালিম্পং -মালদা – (০৩৫১২) ২২৩১৩৫মুর্শিদাবাদ – (০৩৪৮২) ২৫৮৩৮০নদীয়া – (০৩৪৭২) ২২৩৬৪৬দক্ষিণ ২৪ পরগণা – (০৩৩) ২৫৮৪ ৬৩৯৩পশ্চিম মেদিনীপুর – (০৩২২২) ২৬৩৩১০পূর্ব মেদিনীপুর – (০৩২২৮) ২৬৩৪৭৯পুরুলিয়া – (০৩২৫২) ২২৪২০০উত্তর ২৪ পরগণা – (০৩৩) ২৪৪৯ ০৮২৫উত্তর দিনাজপুর – (০৩৫২৩) ২৪৬৪১৫

আবেদন পদ্ধতিঃ- সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ব্লক / পৌর / বোরো স্বনিযুক্তি আধিকারিক – র অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।এবং সেখানেই জমা করতে হবে।এছাড়াও অনলাইন থেকে ডাউনলোড করার জন্য নীচের লিংকে ক্লিক করুনঃ-

যেসমস্ত ডকুমেন্টস লাগবেঃ-
ক) পূরণ করা আবেদনপত্র ১ কপি প্রকল্পসহ ওখানেই জমা দিতে হবে। সঙ্গে বয়স, বাসস্থান, পারিবারিক আয় সম্পর্কিত প্রমাণপত্র এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড অথবা উপরে উল্লিখিত শংসাপত্র যুক্ত করতে হবে। খ) পারিবারিক মাসিক আয় ও বাসস্থান সম্পর্কিত শংসাপত্র বিধায়ক / পৌরপ্রধান / পৌরপ্রতিনিধি / পঞ্চায়েত প্রধান / পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্য / গেজেটেড অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে।গ) যে কোনো শিল্প বা ব্যবসার ক্ষেত্রেই সংশ্লিষ্ট পৌরসভা / গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।ঘ) পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রন পর্ষদ থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে।
আরও বিশদভাবে জানতে নিজ নিজ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি আধিকারিকদের সাথে যোগাযোগ করতে হবে।

Related Articles

Back to top button