Voter List 1971 West Bengal PDF Download: পশ্চিমবঙ্গের ১৯৭১ সালের ভোটার লিস্ট ডাউনলোড, জেলা ভিত্তিক দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

West Bengal Old Voter List 1971 Download: আপনি কি পশ্চিমবঙ্গের ১৯৭১ সালের ভোটার লিস্ট খুঁজছেন? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। নাগরিকত্ব প্রমাণের জন্য পূর্বপুরুষের নথি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ১৯৭১ সালের ভোটার লিস্ট আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসাবে কাজে আসবে। বহু মানুষ তাঁদের বাবা-দাদার নাম ১৯৭১ সালের ভোটার লিস্টে আছে কিনা, তা জানার চেষ্টা করছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের এই প্রতিবেদনে আমরা দেখাবো কীভাবে আপনি জেলা ভিত্তিক ১৯৭১ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন একদম সহজে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আপনি জেলা ভিত্তিক ১৯৭১ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।

১৯৭১ সালের ভোটার লিস্ট ডাউনলোড পদ্ধতি – West Bengal 1971 Voter List Download Process:-

১) প্রথমে আপনাকে নিচে উল্লেখিত জেলা ভিত্তিক ডাউনলোড লিংকে ক্লিক করতে হবে।

২) এরপর আপনি আপনার মোবাইলে থাকা জিমেইল সিলেক্ট করুন, কেননা ১৯৭১ সালের ভোটার লিস্ট গুলো Google Drive এ সংরক্ষণ করে রাখা হয়েছে।

৩) এরপর জেলা অনুযায়ী বিধানসভা বেছে নিয়ে, ১৯৭১ সালের ভোটার তালিকাটি ডাউনলোড করুন।

৪) এরপর খুঁজে নিন লিস্টে আপনার পূর্বপুরুষদের নাম সহ বিস্তারিত তথ্য।

1971 Voter List District-wise Download (West Bengal)

 নিচে প্রতিটি জেলার জন্য ১৯৭১ সালের ভোটার তালিকার ডাউনলোড লিঙ্ক উল্লেখ করা হয়েছে। ১৯৭১ সালে পশ্চিমবঙ্গে বর্তমানে যতগুলো জেলা রয়েছে, তার অনেকগুলো ছিল না — কারণ তখন জেলার সংখ্যা কম ছিল এবং পরে অনেক জেলা ভাগ করে নতুন জেলা গঠন করা হয়েছে। তাই, আপনি যদি ১৯৭১ সালের ভোটার লিস্টে পূর্বপুরুষদের নাম খুঁজতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেই সময়ের মূল জেলার নাম অনুযায়ী খুঁজতে হবে, নতুন জেলার নামে নয়।

1. 1971 Voter List Bankura (বাঁকুড়া জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

2. 1971 Voter List Birbhum (বীরভূম জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

3. 1971 Voter List Burdwan (বর্ধমান জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

4. 1971 Voter List Cooch Behar (কোচবিহার জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

5. 1971 Voter List Darjeeling (দার্জিলিং জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

6. 1971 Voter List Hooghly (হুগলি জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

7. 1971 Voter List Howrah (হাওড়া জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

8. 1971 Voter List Jalpaiguri (জলপাইগুড়ি জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

9. 1966 Voter List Kolkata (কলকাতা/ক্যালকাটা জেলার ১৯৬৬ সালের ভোটার লিস্ট): Download

10. 1971 Voter List Malda (মালদা জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

11. 1971 Voter List Midnapore (মেদিনীপুর জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

12. 1971 Voter List Murshidabad (মুর্শিদাবাদ জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

13. 1971 Voter List Nadia (নদিয়া জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

14. 1971 Voter List Purulia (পুরুলিয়া জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

15. 1971 Voter List West Dinajpur (পশ্চিম দিনাজপুর জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

16. 1971 Voter List 24 Parganas (২৪ পরগনা জেলার ১৯৭১ সালের ভোটার লিস্ট): Download

বিঃদ্রঃ Voter List 1971 West Bengal PDF Download করার জন্য লিঙ্কে ক্লিক করার পর কিছুটা সময় লাগতে পারে। এর কারণ, ফাইলগুলোর সাইজ (MB) তুলনামূলক বড়, তাই লোড হতে ও ডাউনলোড হতে একটু সময় নিতে পারে। তবে আপনার ইন্টারনেট স্পিড ভালো হলে ফাইলগুলো দ্রুতই Google Drive-এ ওপেন হয়ে যাবে।