২০২৬ সালে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। তার আগে নতুন সংশোধিত ভোটার লিস্ট ২০২৬ (West Bengal Voter List 2026) প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রতি বছর নির্বাচন কমিশনের তরফ থেকে সংশোধিত ভোটার লিস্ট প্রকাশ করা হয়ে থাকে। তবে এবার সংশোধিত ভোটার লিস্ট ২০২৬ প্রকাশ করার আগে নির্বাচন কমিশন ভোটার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির মাধ্যমে ভোটার লিস্ট প্রকাশ করতে চলছে।
পশ্চিমবঙ্গে সর্বশেষবার ২০০২ সালে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ( West Bengal Voter SIR) এর কাজ হয়েছে। আর দীর্ঘ কয়েকবছর পর, এবার পশ্চিমবঙ্গে আবারও শুরু ভোটার নিবিড় সংশোধন কর্মসূচি। ইতিমধ্যেই ভোটার এসআইআর (Voter SIR West Bengal) নিয়ে কমিশনের প্রস্তুতি প্রায় শেষের দিকে চলে এসেছে।
নির্বাচন কমিশন বিএলওদের (BLO) নিয়ে ভোটার ম্যাপিংয়ের কাজ করছে। এই ম্যাপিংয়ে দেখা হচ্ছে, ২০০২ সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের নাম ২০২৫ সালের ভোটার লিস্টে রয়েছে কিনা। আর যদি সেই ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে ও ২০২৫ সালের ভোটার তালিকায় থাকে, তাহলে সেই ভোটার ম্যাপিংয়ের আওতায় আসছেন। আর এই সকল ভোটারদের ভোটার SIR চলাকালীন কোনো নথি দিতে হবে না।
পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন?
পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট (Voter List 2002 West Bengal) ইতিমধ্যেই সিইও (CEO West Bengal) এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভোটাররা খুব সহজেই অফিসিয়াল পোর্টাল থেকে নিজ জেলার, বিধানসভার অন্তর্গত ভোটগ্রহণ কেন্দ্র অনুযায়ী তাদের ভোটার লিস্ট ডাউনলোড (2002 Voter List Download) করতে পারবেন। আর সহজেই তাঁদের নাম খুঁজে বের করতে পারবেন। আপনাদের সুবিধার্থে নিচে জেলা ভিত্তিক ২০০২ ভোটার লিস্ট ডাউনলোড লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সহজেই ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড (Voter 2002 List Download) করতে পারবেন।
পশ্চিমবঙ্গের ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড লিংক জেলা ভিত্তিক –
| ক্রমিক নং | জেলার নাম | ডাউনলোড লিংক |
|---|---|---|
| ১ | বাঁকুড়া | Download |
| ২ | বীরভূম | Download |
| ৩ | কোচবিহার | Download |
| ৪ | দক্ষিণ চব্বিশ পরগনা | Download |
| ৫ | দার্জিলিং | Download |
| ৬ | হুগলি | Download |
| ৭ | হাওড়া | Download |
| ৮ | জলপাইগুড়ি | Download |
| ৯ | ঝাড়গ্রাম | Download |
| ১০ | কলকাতা উত্তর | Download |
| ১১ | মালদা | Download |
| ১২ | মুর্শিদাবাদ | Download |
| ১৩ | নদীয়া | Download |
| ১৪ | উত্তর চব্বিশ পরগনা | Download |
| ১৫ | পূর্ব বর্ধমান | Download |
| ১৬ | পূর্ব মেদিনীপুর | Download |
| ১৭ | পশ্চিম মেদিনীপুর | Download |
| ১৮ | পুরুলিয়া | Download |
| ১৯ | উত্তর দিনাজপুর | Download |
| ২০ | দক্ষিণ দিনাজপুর | Download |
| ২১ | কলকাতা দক্ষিণ | Download |
CEO West Bengal – অফিসিয়াল পোর্টাল লিংকঃ- Click Now
পশ্চিমবঙ্গে ২০২৬ সালে নতুন ভোটার লিস্ট (West Bengal 2026 Voter List) প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর কোনো ভোটার যদি ভোটার এসআইআর (Voter SIR) এ অংশগ্রহণ না করে থাকেন, তাহলে তাদের নাম ২০২৬ সালের ভোটার লিস্ট উঠবে না। এরফলে সেই ভোটার ২০২৬ সালের আসন্ন বিধানসভার ভোট দিতে পারবেন না। আর এসআইআর এর দিনক্ষন ঘোষণা হয়ে গেলেই, বর্তমানে প্রকাশিত ২০২৫ সংশোধিত ভোটার লিস্টে যে সকল ভোটারের নাম রয়েছে, সেই সকল ভোটারের বাড়ি বাড়ি গিয়ে BLO-রা এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন। এরপর ফর্ম পূরণ করে উপযুক্ত নথি সহকারে বিএলও-দের কাছে জমা করতে হবে ভোটারদের।
ভোটার লিস্ট থেকে কাদের নাম বাতিল হবে?
ভোটার এসআইআর নিয়ে ভোটারদের মনে সবথেকে বড়ো প্রশ্ন, কাদের নাম বাদ যাবে? যে সকল ভোটারের নাম কিংবা পরিবারের কোনো সদস্যের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই এর পাশাপাশি ভোটার এসআইআরে চাওয়া এনুমারেশন ফর্মের সাথে উপযুক্ত ডকুমেন্ট জমা করতে না পারলে, সেই সকল ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে। এছাড়াও যে সকল ভোটারের মৃত্যু হয়েছে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি হয়েছে কিংবা একজন ব্যক্তির একাধিক ভোটার কার্ড থাকলে, তাদের একটি ভোটার কার্ড থাকবে ও বাকি ভোটার কার্ড বাতিল হবে। শুধু তাই নয়, যে সকল ভোটার অবৈধ রয়েছে তাদেরও নাম ২০২৬ সালের নতুন ভোটার লিস্টে থাকবে না।
ভোটার এসআইআরে (Voter SIR Documents Required) কমিশনের দেওয়া ১১ টি ডকুমেন্টস কি কি?
ভোটার এসআইআর চলাকালীন এনুমারেশন ফর্মের সাথে যে ১১ টি নথির মধ্যে কমপক্ষে ১ টি বা তার বেশি নথি জমা করতে পারবেন ভোটাররা, তা একনজরে দেখে নিন। তবে যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে ও ২০২৫ সালের প্রকাশিত সংশোধিত ভোটার লিস্টে রয়েছে, তাদের অতিরিক্ত কোনো নথির দরকার পরবে না। যে সকল নথি থাকতে৷ হবে তা হলো –
১) যদি চাকরি করে থাকেন রাজ্য অথবা কেন্দ্র সরকারের তার পরিচয় পত্র কিংবা পেনশন পয়েে থাকলে সেই নথি,
২) ব্যাঙ্ক হোক বা পোস্ট অফিস কিংবা এলআইসি অথবা স্থানীয় প্রশাসনের দেওয়া ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে যে কোনও নথি থাকলে জমা করতে পারবে ভোটাররা,
৩) জন্ম সার্টিফিকেট,
৪) ভারতীয় পাসপোর্ট,
৫) মাধ্যমিক বা তার সমতূল্য পরীক্ষার শিক্ষাগত সার্টিফিকেট,
৬) বাসস্থানের সার্টিফিকেট,
৭) বন দপ্তরের দেওয়া ফরেস্ট রাইট সার্টিফিকেট,
৮) জাতিগত শংসাপত্র (SC/ST/OBC),
৯) NRC শংসাপত্র,
১০) পারিবারিক রেজিস্ট্রার শংসাপত্র,
১১) সরকার কর্তৃক ইস্যু করা জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট।
West Bengal 2025 Voter List PDF Download: পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৫ ডাউনলোড পদ্ধতি দেখুন ও নাম দেখুন!
তবে বিহারের ভোটার এসআইআর রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশ পরিচয়পত্র হিসাবে ভোটাররা আধার কার্ড দেখাতে পারবেন। তবে আধার কার্ডের মাধ্যমে ভোটাররা নাগরিকত্বের দাবি করতে পারবেন না। কমিশন জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে ভোটারদের উপরে উল্লেখিত ১১টি ডকুমেন্ট এর মধ্যে কমপক্ষে যেকোনো একটি ডকুমেন্ট দিতে হবে। আর কোনো ভোটারের যদি এই ১১টি নথির বাইরে এমন কোনও নথি থাকে, যা নাগরিকত্ব প্রমাণ করতে পারে, তবে তা-ও গ্রহণ করা হবে।











