ভারত-পাক যুদ্ধ আবহের মাঝেই আট হাজার এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ ভারত সরকারের। এক্স-এর তরফে জানানো হয়েছে, ভারত সরকারের কাছ থেকে এক্স-কে ৮,০০০-এরও বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারত সরকার এক্সকে (যার আগের নাম টুইটার) ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছে। সরকারের দাবি, এসব অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল।
এক্স-এর গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স টিম এক বিবৃতিতে বলেছে, এক্স ভারত সরকারের কাছ থেকে নির্বাহী আদেশ পেয়েছে, যেখানে ভারতে ৮ হাজারের বেশি অ্যাকাউন্ট ব্লক করার জন্য বলা হয়েছে। তারা সরকারের কাছ থেকে অফিসিয়াল নির্দেশ পেয়েছে। যদি তারা এই নির্দেশ না মানে, তাহলে ভারতে এক্স-এর কর্মীদের জেল বা জরিমানা হতে পারে। এই নির্দেশে অনেক পরিচিত মানুষ ও সংবাদমাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে।
এক্স বলেছে, “বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক কী কারণে অ্যাকাউন্টগুলো বন্ধ করতে বলা হয়েছে, তা জানানো হয়নি।”
এক্স আরও জানায়, “আমরা সরকারের সাথে একমত নই। কোনো পোস্ট না দেখে পুরো অ্যাকাউন্ট বন্ধ করা মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে যায়।”
তবে তারা আরও বলেছে, ভারতীয় ব্যবহারকারীদের জন্য এক্স চালু রাখতেই এই নির্দেশ মানতে হয়েছে। এক্স অ্যাকাউন্ট বন্ধ হওয়া ব্যবহারকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে, যেন তারা ন্যায্য বিচার পেতে পারেন।
:হাইলাইটস:
- ভারত-পাক যুদ্ধ আবহের মাঝেই আট হাজার এক্স অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ ভারত সরকারের।
- সরকারের দাবি, এসব অ্যাকাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল।
- “ভারতে প্ল্যাটফর্ম সচল রাখতে হলেও, আমরা সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই।”— X
- “অনেক অ্যাকাউন্ট ব্লক করতে বলা হয়েছে, কিন্তু কেন — সে ব্যাখ্যাও মেলেনি।” — X
