TOTO Enrollment Number (TTEN) Registration 2025: টোটো অনলাইন রেজিস্ট্রেশন ও কত টাকা খরচ দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের প্রতিটি টোটো/ই-রিকশা অনলাইন রেজিষ্ট্রেশন (TTEN Registration Portal) বাধ্যতামূলক। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত টোটোর রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হলো আজ থেকে। আর এরজন্য নতুন একটি পোর্টাল TOTO Enrollment Number (TTEN Registration) পোর্টাল চালু করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

টোটো চালকদের এবার তাদের টোটোকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। এরজন্য বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা। যেসকল টোটো চালাক তাদের টোটো নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন করবেন না, তারা তাদের টোটো নিয়ে রাস্তায় চলাচল করতে পারবেন না।

আজকের প্রতিবেদনে দেখে নিন, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের তরফ থেকে চালু করা TTEN WB IN পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা খরশ রয়েছে, কতোদিন পর্যন্ত আবেদন চলবে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।

টোটো রেজিস্ট্রেশন অনলাইন পদ্ধতি / TTEN Registration Portal Online Apply

১) প্রথমে আপনাকে Toto Enrollment Number (TTEN WB IN) এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচে থাকা লিংকে ক্লিক করে সরাসরি ইন্টারভিউ পোর্টালে আসতে পারবেন।

২) এরপর TOTO Registration Poratl এ থাকা Apply For TTEN Now এ ক্লিক করুন।

TTEN Registration Portal West Bengal

৩) এরপর টোটো ড্রাইভারের মোবাইল নাম্বার উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন, এরপর OTP বসিয়ে দিয়ে Verify করুন।

৪) পরবর্তী পেজে Apply For TTEN এ ক্লিক করুন। এরপর টোটো ড্রাইভারের আধার কার্ড নাম্বার উল্লেখ করে নিচের বক্সে টিক করে Send OTP তে ক্লিক করুন। আধার কার্ডে যুক্ত মোবাইল নাম্বারে OTP আসবে তা বসিয়ে Verify করুন।

৫) এরপর আধার কার্ড অনুযায়ী নাম, ঠিকানা, ফটো চলে আসবে। এরপর Next এ ক্লিক করুন।

৬) পরবর্তী পেজে TOTO এর ডিটেইলস উল্লেখ করুন, কোম্পানি নাম, কালার, Motor নাম্বার ইত্যাদি এরপর Next করুন।

৭) পরবর্তী পেজে টোটো কোন ডিলারের কাছে কিনেছেন, সেই ডিলারের নাম ও ঠিকানা উল্লেখ করুন ও Next করুন।

৮) এরপর Toto কেনার রসিদ আপলোড করুন ও ফাইনাল সাবমিট করুন। একটি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন।

৯) এরপর পেমেন্ট করলেই করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর ৫ থেকে ৮ কর্মদিবসের মধ্যে সার্টিফিকেট পেয়ে যাবেন, এছাড়াও লগইন করে Status চেক করতে পারবেন।

Toto Registration Online Apply Link:- TTEN Online Link

টোটো রেজিস্ট্রেশন কত টাকা খরচ হবে – Toto Registration Fees?

টোটো চালকদের রেজিস্ট্রেশন ও ১ বছরের রিনুয়্যাল ফি মোট ১৭৪০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন ও ১৮ মাসের রিনু্য়্যাল ফি সহ মোট ২৯৪০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। চালকেরা ১৭৪০ টাকা কিংবা ২৯৪০ টাকা অনলাইন পেমেন্ট করতে পারবেন, রেজিস্ট্রেশন করার সময়।

৩০শে নভেম্বর এর মধ্যে প্রতিটি টোটোকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় কোনো সমস্যা হলে ১০০ নাম্বারে কল করে বিশদে জেনে নিন। তবে মানে রাখবেন, টোটো রেজিস্ট্রেশন করার সময়, কোনো ভুল করলে ও ডকুমেন্টস ভুল সাবমিট করলে আবেদন বাতিল হবে। আর কোনো প্রকার ফি প্রদান করলে সেই টাকা আর ফেরত পাবেন না। তাই সঠিকভাবে ফর্ম পূরণ করুন।

TOTO Registration Fees 2025

~হাইলাইটস~

 যদি কোনও ভুয়ো তথ্য দিয়ে আবেদন করে থাকেন, তাহলেব TTEN (TOTO Enrollment Number) বাতিল হতে পারে এবং টোটো বাজেয়াপ্ত করা হবে।

ভুল তথ্য দিয়ে আবেদন করলে ৫,০০০ টাকা জরিমানা, TAN বাতিল ও সংশ্লিষ্ট টোটো বাজেয়াপ্ত হতে পারে।

টোটোকে কোনও রাজ্য বা জাতীয় সড়কে চালানো যাবে না, যদি না বিশেষ অনুমতি নেওয়া হয়।

টোটো কোনও বিদ্যমান বাস রুটে চলতে পারবে না।

শুধুমাত্র নির্দিষ্ট ও অনুমোদিত রুট/জোনে টোটো চালানো যাবে; আর এই নিয়ম ভাঙলে ৫০০ টাকা জরিমানা হবে।

আরটিও/এআরটিও-র অনুমতি ছাড়া টোটোর স্টিকার খুললে ৫০০ টাকা জরিমানা হবে।

TTEN-এর মেয়াদ ২ বছর, এরপর স্থায়ী ই-রিকশা রেজিস্ট্রেশন নিতে হবে।

টোটোর গতি সর্বোচ্চ ২৫ কিমি প্রতি ঘণ্টা হবে, নিয়ম অনুযায়ী।

টোটো এবং এর(টোটোর) সব যন্ত্রাংশ বৈধভাবে কেনা থাকতে হবে।

আরটিও/এআরটিও অফিসার চাইলে টোটো দেখাতে হবে পরিদর্শনের জন্য।

ড্রাইভারকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সের হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

টোটো রাস্তার উপযোগী এবং সর্বোচ্চ ৪ জন যাত্রী বহন করতে পারবে।