রাজ্য সিইও দফতরে নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের থেকে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের মুখ্য নির্বাচন দফতরের (CEO Office) সামনে এসআইআর (SIR) ইস্যুকে কেন্দ্র করে বিএলও-দের (BLO) একাংশের বিক্ষোভ নিয়ম ভাঙার অভিযোগ উঠে এসেছে এমনটাই জানালেন মূখ্য নির্বাচন কমিশন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই ঘটনাকে কেন্দ্র করে মূখ্য নির্বাচন কমিশন (Election Commission of India) আজই কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে (Kolkata Police CP Manoj Verma) চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রাজ্য সিইও দফতরের সমস্ত আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করতে হবে। তাদের সবসময় সব জায়গায় অর্থাৎ কর্মীদের বাড়ি ফেরার সময়ও থাকতে হবে বাড়তি নজরদারি।

প্রসঙ্গত, ২৪ নভেম্বর সোমবার মাত্রাতিরিক্ত কাজের চাপের বিএল‌ও দের অনেকেই সিইও দফতরে বিক্ষোভ দেখায়। তাদের বিক্ষোভ মুখে পড়ে আটকে পড়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনের অধিকারীকে। এইসব ঘটনায় সিইও‌ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তলব করেছে কলকাতা পুলিশের কমিশনারকে।

এই এরকম ঘটনা ভবিষ্যতে যেন না হয়, তা নিশ্চিত করতে কলকাতা পুলিশকে নির্দেশ দেয় কমিশন। পাশাপাশি, ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেয়া মূখ্য নির্বাচন কমিশন।

 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।