প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা স্কিম চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত পরিবারগুলিতে LPG সংযোগ দেওয়া। PM Ujjwala Yojana 3.0 অনলাইন আবেদন শুরু হলো। এখন আপনি অনলাইনে ফিতে গ্যাসের জন্য আবেদন জানাতে পারবেন।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস পেতে কিভাবে আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে, আবেদনের শর্ত কি রয়েছে? কোন পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করতে হবে? বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে আজকের প্রতিবেদনে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের শর্ত (PM Ujjwala Yojana Eligibility Criteria):
1. আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
2.আবেদনকারীকে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক মহিলা হতে হবে (বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে)।
3. পরিবারের অন্য কোনো সদস্য এট আগে উজ্জ্বলা যোজনার আওতায় ফিতে গ্যাস পাননি। অর্থাৎ একই পরিবারে কোনো তেল বিপণন সংস্থার (OMC) অন্য কোনো LPG সংযোগ থাকা চলবে না।
4. প্রাপ্তবয়স্ক মহিলাটি অবশ্যই দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবার থেকে আসতে হবে এবং নির্ধারিত ফরম্যাট অনুযায়ী বঞ্চনা-ঘোষণা (deprivation declaration) জমা দিতে হবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে (PM Ujjwala Yojana Documents Required):
1. KYC আবেদন ফরম।
2. পরিচয় প্রমাণপত্র (আবেদনকারীর আধার কার্ডের কপি)।
3. ঠিকানা প্রমাণপত্র — যদি আধার কার্ডে উল্লেখিত ঠিকানা বর্তমান ঠিকানা থেকে ভিন্ন হয়।
(যদি আবেদনকারী অভিবাসী হন, তবে অ্যনেক্সার–I অনুযায়ী স্ব-ঘোষণা লাগে।)
4. রাজ্য সরকারের দেওয়া রেশন কার্ড (যে রাজ্য থেকে আবেদন করা হচ্ছে)
5. আবেদনকারী এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের আধার কার্ডের কপি।
6. ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (পাসবইয়ের কপি / ক্যান্সেল্ড চেক)।
7. দারিদ্র্য–ঘোষণা (Deprivation Declaration)।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদন করলে কি কি সুবিধা মিলবে ( PMUY Benefits):
PMUY গ্যাস সংযোগের জন্য কেন্দ্র সরকার নগদ সহায়তা দেয়, এই টাকা আবেদনকারীকে দিতে হয় না –
- ১৪.২ কেজি সিলিন্ডার: 2050 টাকা
- ৫ কেজি সিলিন্ডার: 1300 টাকা
এই সহায়তার মাধ্যমে নিচের খরচগুলো কভার হয়—
- সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিট (1700 / 950)
- প্রেশার রেগুলেটর (150)
- এলপিজি হোস পাইপ (100)
- কনজিউমার কার্ড (25)
- ইনস্টলেশন/ডেমো/ইনস্পেকশন চার্জ (75)
অতিরিক্ত সুবিধা:
সব PMUY সুবিধাভোগী প্রথম গ্যাস রিফিল (গ্যাস ভরানো) এবং চুলা (হটপ্লেট) সম্পূর্ণ ফ্রিতে পাবেন। এগুলো অয়েল মার্কেটিং কোম্পানি (OMCs) প্রদান করবে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অনলাইন আবেদন পদ্ধতি ( PMUY Online Apply 2026 West Bengal):
১) প্রথমে আপনাকে PMUY এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে, নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর PMUY এর হোম পেজে থাকা Apply for New Ujjwala PMUY Connection এখানে ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে Online Portal লেখায় ক্লিক করে HP / Indane / Bharat – যে কোম্পানির গ্যাস সিলিন্ডার দরকার তা সিলেক্ট করে রেজিষ্ট্রেশন করে আবেদন করুন।
৪) আবেদন করার সময়, সমস্ত তথ্য ও নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। এরপর আবেদন এপ্রুভ হলে গ্যাস ডিস্ট্রিবিউটর থেকে ফোন করে গ্যাস প্রোভাইড করবে। এছাড়াও আবেদন করার পর গ্যাস অফিসে যোগাযোগ করুন।
PM Ujjwala Yojana Online Apply Link:- Click Now
PMUY Website Link:- Click Now
HP Gas Apply Status Check Link:- Click
Bharat Gas Apply Status Check Link:- Click
Indane Gas Apply Status Check Link:- Click
PMUY KYC Form: Download Link
PMUY Self Declaration for Migrant- Annex-I Form: Download Link
PMUY Deprivation Declaration Form: Download Now

