গ্রুপ সি ও ডি-র ৩৫১২ জন দাগি শিক্ষাকর্মীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল এসএসসি দেখুন লিস্ট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নিয়োগ–দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে গ্রুপ সি এবং গ্রুপ ডি–র ৩৫১২ জন দাগি শিক্ষাকর্মীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। তালিকায় ব্যক্তির নামের পাশাপাশি প্রকাশ করেছে রোল নম্বর, সেই ব্যক্তির পদের নাম, জন্মতারিখ এবং অভিভাবকের নাম।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০১৬ সালের নিয়োগে ওএমআর শিটে অমিল, র‍্যাঙ্ক জাম্পিং, প্যানেল বহির্ভূত নিয়োগ-সহ একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসে। তাই কারা আসলেই ‘দাগি’ তা সম্পূর্ণ তথ্যসহ প্রকাশ করা জরুরি।

যদিও এর আগে কমিশন তাদের শুধু নাম ও রোল নম্বর প্রকাশ করেছিল। তবে মামলাকারীদের দাবি ছিল একই নামের মানুষ রাজ্যের বিভিন্ন জায়গায় থাকতে পারে, ফলে শুধুমাত্র নাম–রোল নম্বর দিয়ে সঠিক ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব নয়। তাঁদের সেই যুক্তিকেই মান্যতা দেন বিচারপতি অমৃতা সিনহা।

আদালতের নির্দেশে SSC Group C & Group D আজ যে তালিকা প্রকাশ করেছে কমিশন, তা দেখে নিন।

West Bengal Group C & Group D Tainted Candidate List PDF Download: Download Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।