গোয়ার নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

গোয়ার আরপোরার একটি অভিজাত নাইটক্লাবে শনিবার গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা ৪ মিনিটে ‘বির্চ বাই রোমিও লেন’ ক্লাব থেকে আগুন লাগার খবর আসলে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। দমকল পৌঁছনোর আগেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় পুরো ক্লাব। একের পর এক দগ্ধ দেহ বের করে আনছে উদ্ধারকারী দল।

প্রাথমিক তদন্তে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আগুনের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর কিচেনে আটকে পড়া কর্মীদের বেশিরভাগই প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। কয়েকজন বিদেশি পর্যটকের মৃত্যুর কথাও সামনে এসেছে। অধিকাংশের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে আগুন থেকে বাঁচতে সবাই ছুটেছিলেন বেসমেন্টের দিকে, কিন্তু সেখানেই আটকা পড়েন।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স-এ পোস্ট করে জানান,

“গোয়ার আরপোরায় আগুনে মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। নিহতদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হোক।”

এই দুঃখজনক ঘটনা সেখানকার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে। এছাড়াও নিহতদের পরিবারকে PMNRF থেকে ২ লক্ষ টাকা, আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া দেবে বলে জানা যায়।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।