Voter SIR – Re Verify Logical Discrepancies: বিএলও (BLO) অ্যাপে নতুন অপশন, দিতে হবে ডকুমেন্ট জমা দেখুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ, ১১ ডিসেম্বর ২০২৫, রাজ্যে ভোটার SIR ফর্ম পূরণের শেষ দিন। এরই মাঝে BLO মোবাইল অ্যাপে একটি নতুন অপশন যুক্ত হয়েছে — “Re-verify logical discrepancies”, যার অর্থ “যৌক্তিক অসঙ্গতিগুলো পুনরায় যাচাই করুন”।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই নতুন আপডেটের ফলে বুথ লেভেল অফিসারদের (BLO) ভোটার তালিকায় থাকা বিভিন্ন তথ্য আবার যাচাই করতে হবে এবং প্রয়োজনবোধে ভোটারের প্রয়োজনীয় নথি অ্যাপের মাধ্যমে পুনরায় আপলোড করতে হবে।

রাজ্যে শুরু হয়েছে ভোটার SIR (Special Summary Revision) প্রক্রিয়া। এর অনলাইন ও অফলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে ৪ঠা নভেম্বর থেকে ১১ই ডিসেম্বর ২০২৫। যদিও অনলাইন এনুমেরেশন ফর্ম পূরণের ব্যবস্থা কয়েকদিন দেরিতে শুরু হয়, তবে অফলাইন ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ BLO–রা ৪ঠা নভেম্বর থেকেই শুরু করেন।

এরপর পূরণ করা গণনা ফর্ম বাড়ি বাড়ি থেকে বুথ লেভেল অফিসাররা সংগ্রহ করে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে BLO Mobile App–এ আপলোড করেন। তবে এরই মাঝে আজ BLO মোবাইল অ্যাপে দেখা যাচ্ছে নতুন একটি Re-verify logical discrepancies নামে অপশন।

Re-verify Logical Discrepancies, এই অপশন থেকে BLO – রা জানতে পারবেন, কোন কোন ভোটারের তথ্যের মিল নেই। উদাহরণ স্বরুপ, ২০২৫ এর ভোটারের নাম কিংবা বাবা মায়ের নামের সাথে ২০০২ সালের ভোটার এসআইআর এর নামের বানান না মিল থাকলে, সেই সকল ভোটারের তথ্য যাচাই করে এরপর নথি আপলোড করে সাবমিট করতে হবে। তবে যদি কোনো BLO মনে করে সেই ভোটারের সকল তথ্য ঠিক থাকার পরও তার নাম Re-verify Logical Discrepancies অপশনে এসেছে, তাহলে সরাসরি BLO ভোটের তথ্যের নিচে থাকা No Action Required অপশনে ক্লিক করতে পারবেন।

BLO মোবাইল অ্যাপে থাকা Re-verify Logical Discrepancies অপশনে সকল ভোটারের নাম আসবে না। সেই সকল ভোটারের নাম দেখা যাবে তা হলো

১) ২০০২ সালের নামের সাথে ২০২৫ সালের নামের বানান মিল নেই।
২) ২০০২ সালের বাবা/মা/ঠাকুরদা/ঠাকুমার নামের সাথে ২০২৫ সালের ভোটার লিস্টের নামের বানান মিল না থাকলে।
৩) বাবা মায়ের বয়সের সাথে ভোটের বয়সের পার্থক্য খুব কম হলে।
৪) যদি কেউ ঠাকুমা/ঠাকুরদার তথ্য দিয়ে ফর্ম পূরণ করে, তাদের লিঙ্গের সমস্যা দেখা দিবে (Re Verify Gender)।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।