ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটামের মধ্যেই নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। বারবারই বাংলাদেশ নিজেদের নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে ভারতে এসে খেলতে অনিচ্ছার কথাই পুনর্ব্যক্ত করল বোর্ড ও দেশটির অন্তর্বর্তী সরকার।
এ দিন ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মূলত ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি যে সম্পূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক, তা এদিন পরিষ্কার করে দিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেটারদের কাঁধে দায় চাপানো হয়নি। নিরাপত্তা প্রশ্নে একমাত্র সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে এই যুক্তিতেই নিজেদের অবস্থানে অটল ঢাকা।
এছাড়াও আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্তের উপর প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাদের দাবি, ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হোক।
যদিও গতকাল আইসিসি কঠোরভাবে জানিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে তাদের জায়গায় স্কটল্যান্ড খেলবে।
প্রসঙ্গত, এই অনড়তা ও দ্বন্দ্বের রাজনীতিতে বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের ক্রিকেট বোর্ডকে সবচেয়ে কোণঠাসা করে ধ্বংসের পথে হাঁটছে এমন আশঙ্কাই এখন ক্রমশ জোরালো হচ্ছে।


