ISI Recruitment Notification 2026: কলকাতা সহ দেশের বিভিন্ন স্থানে সরকারি চাকরির সুযোগ, মাসিক বেতন ১ লক্ষেরও বেশি! আজই আবেদন করুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য বড় সুখবর।  কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে চাকরির সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI)।  ২২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে, এই নিয়োগের আওতায় অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট, সেকশন অফিসার, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, লাইব্রেরি ও ল্যাবরেটরি সহকারী সহ মোট ৪৩টি শূন্য পদে নিয়োগ করা হবে।  ঐসব পদে‌ নিয়োগ হলে প্রার্থীদের কাজ করতে হবে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও গিরিডিহে অবস্থিত আইএসআই-এর বিভিন্ন দফতর ও কেন্দ্রে।

ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে। যোগ্য প্রার্থীরা ISI-এর দেওয়া ফরম পূরণ করে উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।  প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র ৩০ দিনের মধ্যে পৌঁছাতে।  তবে অনলাইনে আবেদন করার সুযোগ নেই।

ঠিকানা: Chief Executive (A&F), Indian Statistical Institute,
203, বি. টি. রোড, কলকাতা – ৭০০১০৮

আবেদন ফি: জেনারেল, ডাবলু এস ও ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা।  এবং এস সি ও এস টি প্রার্থীদের আবেদন ফি‌ ২৫০ টাকা এ ছাড়া মহিলাদের জন্য কোনরকম আবেদন ফি দিতে হবে না।

পদ ভেদে আবেদনকারীদের যোগ্যতা বেতন কাঠামো দেখে নিন

১. অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ‘A’:
বিষয়: কম্পিউটার সাইন্স
পদসংখ্যা: ৪
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
বেতন স্কেল: ৪৪ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত।  এছাড়াও সরকারী সুযোগ সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: ​কম্পিউটার সায়েন্সে ভালো রেজাল্টসহ মাস্টার্স বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। পাশাপাশি ৩ বছরের কম্পিউটার বিষয়ে কাজের অভিজ্ঞতা।

২. সেকশন অফিসার(অ্যাকাউন্টস:
পদসংখ্যা: ৩
বয়সসীমা: ৪০ বছরের নিচে হতে হবে।
বেতন স্কেল: ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা এছাড়াও সরকারী সুযোগ।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য CA অথবা ICWA তে ব্যাচেলর ডিগ্রি এছাড়াও ফাইনান্স এ মাস্টার্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন।‌  পাশাপাশি কমার্স গ্র্যাজুয়েটসহ SOGE পরীক্ষায় পাশ করলেও পাবেন আবেদনের সুযোগ এবং ৫ বছরের কাজের অভিজ্ঞতাও থাকা লাগবে।

৩. সেকশন অফিসার (জেনারেল):
পদসংখ্যা: ১০
বয়সসীমা: ৪০ বছরের নিচে হতে হবে।
বেতন স্কেল: ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি। এছাড়াও পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।

৪. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট ‘A’:
বিষয়: কম্পিউটার সায়েন্স ও লাইব্রেরি সায়েন্স।
পদসংখ্যা: কম্পিউটার সায়েন্স এ ৪টি এবং লাইব্রেরী সায়েন্স এ ২টি।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল: ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও লাইব্রেরি সায়েন্স এ ব্যাচেলর ডিগ্রি হলেই আবেদন করতে পারবেন এই পদের জন্য।

৫. ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট (সিভিল) ‘A’:
পদসংখ্যা: ১
বয়সসীমা: ৩৫ বছরের নিচে হতে হবে।
বেতন স্কেল: ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ পাশের পাশাপাশি তিন বছরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

৬. অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি) ‘A’:
পদসংখ্যা: ১
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন স্কেল: ২১,৭০০ – ৬৯,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী পাশ এছাড়াও ভোকেশনাল পাশ। পাশাপাশি কম্পিউটার ও ডাটা এন্ট্রির কাজ জানতে হবে।

৭. কার্পেন্টার ‘A’:
পদসংখ্যা: ১
বয়সসীমা: ৩৫ বছর
বেতন স্কেল: ২১,৭০০ – ৬৯,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য দশম শ্রেণী অথবা আইটিআই পাশ হলেও আবেদন করতে পারবেন।

৮. ইলেকট্রিশিয়ান ‘A’:
পদসংখ্যা: ৪
বয়সসীমা: ৩৫ বছর
বেতন: ২১,৭০০ – ৬৯,১০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের জন্য দশম শ্রেণী পাশ অথবা ইলেকট্রিশিয়ান বিষয়ে আইটিআই পাশ থাকতে হবে।

৯. ফার্মাসিস্ট ‘A’:
পদসংখ্যা: ১
বয়স: ৩৫ বছর।
বেতন: ২৯,২০০ – ৯২,৩০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ এছাড়াও ফার্মাসি উপর ২ বছরের ডিপ্লোমা যা পিসিআই রেজিস্ট্রেশন থাকা লাগবে।

১০. ড্রাইভার ‘A’:
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণী পাশ। পাশাপাশি গাড়ি চালানোর লাইসেন্স সহ গাড়ির চালানোর অভিজ্ঞতা।


১১. বাইন্ডার ‘A’:
শূন্যপদ: ১
শিক্ষাগত যোগ্যতা: দশম শ্রেণী পাশ অথবা আইটিআই পাশ সহ উক্ত কাজের অভিজ্ঞতা।
১২. অপারেটর-কাম-মেকানিক (AUDIO-VISUAL) ‘A’:
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: রেডিও‌ ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশাপাশি কাজের অভিজ্ঞতা।
১৩. অ্যাসিস্ট্যান্ট (প্রিন্টিং) ‘A’:
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ পাশ সহ প্রিন্টিং মেশিনের চালানো নিয়ে ডিপ্লোমা এবং কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
১৪. অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি) ‘A’:
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণী পাশের পাশাপাশি লাইব্রেরী সায়েন্স সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতা।
১৫. অপারেটর-কাম-মেকানিক (লিফট) ‘A’:
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইট পাস হলেই আবেদন করতে পারবেন এছাড়াও লিফট চালানো এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।
১৬. কুক ‘A’:
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: দ্বাদশ শ্রেণী পাশ এবং রান্না বিষয়ে অভিজ্ঞতার সার্টিফিকেট থাকা লাগবে।

১০ নম্বর থেকে ১৬ নম্বর পদে আবেদনের জন্য বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর।
এবং এই পদগুলোর জন্য বেতন: ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

অফলাইন আবেদনের ফরম ও বিস্তারিত বিজ্ঞপ্তি লিঙ্ক: APPLICATION FORMAT.pdf 

DETAILED ADVERTISEMENT.pdf  Download

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।