BSNL Recruitment 2026: BSNL-এ চাকরি করতে চান, বেতন ৫০ হাজার ৫০০ টাকা! আবেদন শুরু কবে থেকে জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর।  মাসিক বেতন ৫০ হাজার ৫০০ টাকা পর্যন্ত।  ভারতের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-এ জনবল শূন্যপদের কর্মী নিয়োগ করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এ দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি (SET) পদে।  প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, টেলিকম এবং ফাইন্যান্স বিভাগে নিয়োগ হবে।  এই দুই বিভাগ মিলিয়ে মোট ১২০টি শূন্যপদে নিয়োগ হবে।

আগামী ৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ফর্ম পূরণ শুরু হবে চলবে ৭ মার্চ পর্যন্ত।  এছাড়াও দেশের ২৭টি শহরে ২৯ মার্চ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

কোন কোন পদে নিয়োগ হবে দেখে নিন শিক্ষাগত যোগ্যতা সহ

১. টেলিকম স্ট্রিম:
পদসংখ্যা: ৯৫
বয়সসীমা: ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৪,৯০০ টাকা থেকে ৫০ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এ ছাড়া সরকারী সুযোগ সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইলেক্ট্রিক্যাল অথবা ইন্সট্রুমেন্টেশন নিয়ে গ্র্যাজুয়েশন পাশ থাকা লাগবে।

২. ফাইন্যান্স স্ট্রিম:
পদসংখ্যা: ২৫
বয়সসীমা: ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৪,৯০০ টাকা থেকে ৫০ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এ ছাড়া সরকারী সুযোগ সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) ও কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি (CMA) ড্রিগি থাকতে হবে।

আবেদন ফি: জেনারেল,ওবিসি ও ডাব্লিউ এস‌ প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০০ টাকা।  অপরদিকে, এস সি, এস টি ও পি‌ ডাব্লিউ বিডি‌ প্রার্থীদের জন্য আবেদন ফি ১২৫০ টাকা দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট (CBT) নেওয়া হবে।  পরীক্ষাটি হবে ২০০ নম্বরের, সময় ২ ঘণ্টা ৪০ মিনিট।  এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।  সমস্ত নথি যাচাইয়ের পরই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

আবেদন কিভাবে করবেন:
শুধুমাত্র অনলাইনের মাধ্যমে।
অফিসিয়াল ওয়েবসাইট এ থেকে www.bsnl.co.in

BSNL Recruitment Notification 2026: Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।