Madhyamik Result 2024: মেধাতালিকায় প্রথম দশে কারা? কোন জেলার পড়ুয়ারা এগিয়ে? পাশের হার কত?

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Madhyamik Result 2024: এবার মাধ্যমিকে জয়জয়কার। এবছর পরীক্ষার আড়াই মাস পর রেজাল্ট প্রকাশ করছেন মধ্য শিক্ষা পর্ষদ। মাধ্যমিকের ফল প্রকাশ করছে বোর্ডের সভাপতি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মাধ্যমিক পরীক্ষার সফল‌ ছাত্র  ছাত্রীর সংখ্যা ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন । যার‌ মধ্যে পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় ৯ লক্ষ ২৩ হাজার জন।

তার মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশী ৫ লক্ষ ৮ হাজার ৬৯৮ জন পড়ুয়া এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৩ হাজার ৯০০ জন পড়ুয়া।এবছর পাশের হার ৮৬.৩১% ।

সর্বোচ্চ পাশের হার জেলাভিত্তিক

1.কালিম্পং – ৯৬.২৬%

2. পূর্ব মেদিনীপুর -৯৫.৪৯%

3. কলকাতা – ৯১.৬২%

4. পশ্চিম মেদিনীপুর – ৯১.৪১ % ।

গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর পাসের হার ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%।

রাজ্যে‌ সর্বোচ্চ এক থেকে দশজনের মধ্যে মোট পড়ুয়ার সংখ্যা হলো ৫৭ জন।

দক্ষিণ চব্বিশ পরগনা – ৮ জন পড়ুয়া।

দক্ষিণ দিনাজপুর – ৭ জন।

পূর্ব বর্ধমান – ৭ জন।

পূর্ব মেদিনীপুর – ৭ জন।

বাঁকুড়া – ৪ জন।

মালদা – ৪ জন।

পশ্চিম মেদিনীপুর – ৪ জন ।

বীরভূম – ৩ জন।

উত্তর ২৪ পরগনা – ২ জন।

কোচবিহার – ২ জন।

হুগলি – ১ জন

ঝাড়গ্রাম – ১ জন।

কলকাতা – ১ জন।

উত্তর দিনাজপুর – ১ জন।

এবছর রাজ্যে‌ মাধ্যমিকে প্রথম দশে কারা, তাদের লিস্ট দেখুন –

প্রথম হয়েছে, কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।

দ্বিতীয় হয়েছে, পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২।

তৃতীয় স্থান পেয়েছে তিনজন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র, উদয়ন প্রসাদ। বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র, নৈরিত পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১।

চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে তপজ্যোতি মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭ শতাংশ) পেয়ে।

পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের (পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুল) অর্ঘ্যদীপ বসাক।তার প্রাপ্ত নম্বর ৬৮৯।

ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন চার জন পড়ুয়া,তাদের সর্বোচ্চ নম্বর ৬৮৮ (৯৮.২৯%)। দক্ষিণ দিনাজপুরের (বালুরঘাট হাই স্কুল) কৃষাণু সাহা, মালদার (মোহামপুর এইচএসএসবি হাইস্কুল) মহম্মদ সাহারুদ্দিন আলি, পশ্চিম মেদিনীপুরের (মেদিনীপুর কলেজিয়েট স্কুল) কৌস্তভ সাহু। দক্ষিণ ২৪ পরগনার (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্য়াল ) অলিভ গায়েন।

সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে আটজন তাদের প্রাপ্ত নম্বর ৬৮৭( ৯৮.১৪%)। কোচবিহারে আসিফ কামাল , (মাথাভাঙা হাইস্কুল)। দক্ষিণ দিনাজপুরের আবৃত্তি ঘটক।বালুরঘাট গার্লস হাই স্কুল অর্পিতা ঘোষ, বালুরঘাট গার্লস হাই স্কুলেরই সাত্যত্ব দে, বীরভূমের আরত্রিক শাউ, সরোজিনী দেবী শিশু মন্দির।পূর্ব মেদিনীপুরের সুপম কুমার রায়,জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল। পূর্ব মেদিনীপুরের কৌস্তভ মল, বিবেকানন্দ মিশন আশ্রম হাইস্কুল।আলেখ্য মাইতি , দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।

অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন চার জন পড়ুয়া, তাদের সর্বোচ্চ নম্বর ৬৮৬। পূর্ব বর্ধমানের ইন্দ্রানী চক্রবর্তী, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস। দেবজ্যোতি ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল।তনুকা পাল , পশ্চিম মেদিনীপুরের (মেদিনীপুর মিশন গার্লস স্কুল)। হৃদ্ধি মল্লিক, কৃষ্ণনগর কলেজিয়েট।

নবম স্থানে জায়গা করে নিয়েছেন মোট ১৪ জন পড়ুয়া, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫(৯৭.৮৬%)। দক্ষিণ দিনাজপুর থেকে রৌণক ঘোষ ,বালুরঘাট হাইস্কুল।অস্মিতা চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর বাউল পরমেশ্বর হাইস্কুল।বিশালচন্দ্র মণ্ডল, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল। আমিনুল ইসলাম, মোহামপুর এইচএসএসবি হাইস্কুল। চন্দ্রদীপ দাস, সাঁইথিয়া টাউন হাইস্কুল। অরুণিমা চট্টোপাধ্যায়, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল।অন্বেষা ঘোষ, ঝাড়ঘ্রাম রানি বিনোদমঞ্জরী গার্লস হাইস্কুল।ধৃতিমান পাল,মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুল। সায়ক শাসমল, রামকৃষ্ণ শিক্ষামন্দির। সাগর জানা , রামকৃষ্ণ শিক্ষামন্দির। সাগ্নিক ঘটক , বিবেকান্দ মশন আশ্রম শিক্ষায়তন। জিষ্ণু দাস, চাকদহ রামলাল অ্যাকাডেমি।দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ। ঋত্বিক দত্ত , সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র। সায়নদীপ মান্না, শ্যামপুর হাইস্কুলের ছাত্র। অরণ্যদেব বর্মন।

দশম স্থানে জায়গা করে নিয়েছেন ১৫ জন পড়ুয়া, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৪ (৯৭.৭১%)। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রী, ভূমি সরকার। মালদহের মোজামপুর হাইস্কুলের ছাত্র, বিশাল মণ্ডল। বাকুঁড়ার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র, সৌভিক দত্ত। পূর্ব বর্ধমানের কাটোয়া কাশিরামদাস ইনস্টিটিউটের ছাত্র, অনীশ কোনার। পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র, অর্ণব বিশ্বাস। পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী,সম্পূর্ণা নাথ। হুগলির ইএলআইটি কো-এডুকেশন স্কুলের ছাত্র, নীলাঙ্কন মণ্ডল। বাঁকুড়ার তালডাংরা ফুলমতি হাইস্কুলের ছাত্রী, সৌমিক খান। গড় রায়পুর হাইস্কুলের ছাত্র, সৌমদীপ মণ্ডল। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র, অগ্নিভ পাত্র। পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউশনের ছাত্র, সম্পাদ পারিয়া ঋতম দাস। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের, শুভ্রকান্তি জানা। সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের,ইশান বিশ্বাস।

মাধ্যমিক রেজাল্ট কিভাবে চেক করবেন দেখুন:- রেজাল্ট চেক ডাইরেক্ট লিংক:- ক্লিক করুন 

Related News