শিক্ষা

মাধ্যমিক রেজাল্ট 2024 দিলো! মাধ্যমিক রেজাল্ট 2024 দেখুন এই লিংকে সবার আগে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আজ প্রকাশিত হচ্ছে একটু পরেই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2024। পরীক্ষার্থীরা বাড়িতে বসেই মোবাইল ফোন দিয়ে সহজেই মাধ্যমিক রেজাল্ট 2024 দেখতে পারবে। এরজন্য পর্ষদের তরফ থেকে বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল App এর লিংক ঘোষণা করেছে অফিসিয়ালি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষার্থীরা এই সমস্ত ওয়েব থেকে নিজের রেজাল্ট আজকেই চেক করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। মাধ্যমিক রেজাল্ট 2024 দেখার জন্য কোন কোন ওয়েবসাইট রয়েছে, আজকের প্রতিবেদনে একনজরে দেখে নিন, সবার আগে।

মাধ্যমিক রেজাল্ট 2024 দেখার জন্য যেসমস্ত ডকুমেন্টস লাগবে, তা হলো শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড। মাধ্যমিক এডমিট কার্ডে থাকা রোল নাম্বার ও জন্ম তারিখের প্রয়োজন পরবে, মাধ্যমিক রেজাল্ট 2024 দেখার জন্য।

পর্ষদের তরফ থেকে এক দুটো ওয়েবসাইট নয়! মোট 14 টি লিংক প্রকাশ করা হয়েছে, রেজাল্ট দেখার জন্য মোবাইল অ্যাপলিকেশন ও ওয়েবসাইট সহ। আজকের প্রতিবেদনে দেখে নিন, কোন কোন ওয়েবসাইটে সবার আগে পরীক্ষার্থীরা তাদের মাধ্যমিক রেজাল্ট 2024 দেখতে পারবে।

How To Check Madhyamik Result 2024 Online / মাধ্যমিক রেজাল্ট 2024 কিভাবে দেখবে দেখুন? 

মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পর্ষদের তরফ থেকে বিভিন্ন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপলিকেশনের কথা বলা হয়েছে। আপনি যে সমস্ত ওয়েবসাইটে কোনোরকম সমস্যা ছাড়াই, মাধ্যমিক রেজাল্ট 2024 দেখতে পারবেন, তা নিম্নে বিস্তারিত দেখিয়ে দেওয়া হলো।

মাধ্যমিক রেজাল্ট 2024 wbbse.wb.gov.in এই ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন, দেখুন? 

১) প্রথমে আপনাকে wbbse.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর MP (S.E) Result লিংকে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে মাধ্যমিকের এডমিট কার্ডে থাকা রোল নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করে সাবমিট করলেই রেজাল্ট চলে আসবে।

৪) এরপর ভালো ভাবে দেখুন, মাধ্যমিক রেজাল্ট 2024।

মাধ্যমিক রেজাল্ট 2024 চেক ডাইরেক্ট লিংক:- Click

মাধ্যমিক রেজাল্ট 2024 wbresults.nic.in ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন?

১) প্রথমে আপনাকে wbresults.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর West Bengal Board of Secondary Education ( Madhyamik Pariksha ) Examination – 2024 এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে মাধ্যমিক এডমিট কার্ডে থাকা রোল নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করে সাবমিট করুন।

৪) নতুন পেজে দেখে নিন, পাশ নাকি ফেল। কত নাম্বার কোন সাবজেক্টে পেয়েছেন, তা সহজেই এখান থেকে দেখে নিতে পারবেন।

মাধ্যমিক রেজাল্ট 2024 চেক ডাইরেক্ট লিংক:- Click

মাধ্যমিক রেজাল্ট 2024 Fastresult.in এই ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন? 

১) প্রথমে আপনাকে www.fastresult.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর West Bengal Board 10th Result 2024 এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনার মাধ্যমিকের রোল নাম্বার বসিয়ে দিন ও চেক রেজাল্টে ক্লিক করুন।

৪) আপনার সামনে আপনার মাধ্যমিক রেজাল্ট 2024 চলে আসবে, সেখানে বিষয় ভিত্তিক নাম্বার সহ গ্রেড দেখতে পারবেন।

মাধ্যমিক রেজাল্ট 2024 চেক সরাসরি ডাইরেক্ট লিংক:- Click

মাধ্যমিক রেজাল্ট 2024 www.results.shiksha ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন, দেখুন? 

১) প্রথমে আপনাকে www.results.shiksha এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর West Bengal Madhyamik Results 2024 এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনার মাধ্যমিকের রোল নাম্বার উল্লেখ করুন।

৪) মাধ্যমিক এডমিট কার্ডে থাকা রোল নাম্বার উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।

৫) আপনার সামনে আপনার মাধ্যমিক রেজাল্ট চলে আসবে। আপনি চাইলে আপনার রেজাল্ট অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন।

মাধ্যমিক রেজাল্ট 2024 চেক লিংক ডাইরেক্ট:- Click

মাধ্যমিক রেজাল্ট 2024 www.indiaresults.com এই ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন? 

১) প্রথমে আপনাকে www.indiaresults.com এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর সিলেক্ট রাজ্য থেকে West Bengal(WB), সিলেক্ট করুন।

৩) পরবর্তী পেজে West Bengal Board Of Secondary Education এ ক্লিক করুন।

৪) আপনার সামনে নতুন একটি পেজ আসবে, সেখানে মাধ্যমিকের এডমিট কার্ডে থাকা রোল নাম্বার উল্লেখ করে Go তে ক্লিক করুন।

৫) ফাইনালি নতুন পেজে আপনার রেজাল্ট চলে আসবে, এইভাবে দেখে নিন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2024।

মাধ্যমিক রেজাল্ট চেক 2024 সরাসরি লিংক:- Click

মাধ্যমিক রেজাল্ট wb10.abplive.com এই ওয়েবসাইট থেকে কিভাবে দেখবেন? 

১) প্রথমে আপনাকে wb10.abplive.com এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর নিচে থাকা WBBSE 10th Results এর বক্সটি সঠিক ভাবে ফিলাপ করুন।

৩) আপনার মাধ্যমিকের রোল নাম্বার উল্লেখ করুন ও জন্ম তারিখ সঠিক ভাবে ফিলাপ করুন।

৪) সবকিছু উল্লেখ করার পর Search এ ক্লিক করুন।

৫) আপনার সামনে আপনার মাধ্যমিকের রেজাল্ট 2024 চলে আসবে। এবার ভালো ভাবে দেখে নিন।

মাধ্যমিক রেজাল্ট 2024 অনলাইন চেক ডাইরেক্ট লিংক:- Click

মাধ্যমিক রেজাল্ট 2024 কিভাবে দেখবেন Sangbadpratidin.in ওয়েবসাইট থেকে?

১) প্রথমে আপনাকে Sangbadpratidin.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।

২) এরপর হোম পেজেই মাধ্যমিকের ফলাফল, লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আপনার মাধ্যমিকের রোল নাম্বার একসঙ্গে উল্লেখ করুন।

৪) নিচের বক্সে মাধ্যমিক এডমিট কার্ডে থাকা জন্ম তারিখ উল্লেখ করে View Result এ ক্লিক করুন।

৫) আপনার সমানে মাধ্যমিক রেজাল্ট 2024 চলে আসবে।

মাধ্যমিক রেজাল্ট 2024 চেক লিংক ডাইরেক্ট:- Click

মাধ্যমিক রেজাল্ট 2024 www.tv9bangla.com পোর্টাল থেকে কিভাবে দেখবেন? 

১) প্রথমে আপনাকে www.tv9bangla.com এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর WBBSE Madhyamik 10th Class Result 2024 এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে মাধ্যমিকের রোল নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করুন। মাধ্যমিক এডমিট কার্ড দেখে,তা সঠিকভাবে বসিয়ে দিন।

৪) সবকিছু উল্লেখ করে সাবমিট করলেই, আপনার সামনে মাধ্যমিক রেজাল্ট 2024 চলে আসবে।

মাধ্যমিক রেজাল্ট 2024 অনলাইন চেক লিংক ডাইরেক্ট:- Click

এছাড়াও পরীক্ষার্থীরা Madhyamik Result 2024 মোবাইল App প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজাল্ট চেক করতে পারবে। রেজাল্ট দেখা যাবে উপরে উল্লেখিত সমস্ত ওয়েবসাইটে সকাল 9.45 মিনিট থেকে। 

মাধ্যমিক রেজাল্ট চেক মোবাইল অ্যাপে,ডাইরেক্ট লিংক:- Download

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button