শিক্ষা

মাধ্যমিক রেজাল্ট 2024 কিভাবে দেখবেন দেখুন! রেজাল্ট দেখুন অনলাইনে ফ্রি মোবাইলে!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

অবশেষে আজ প্রকাশিত হয়ে গেলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল 2024। এবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো 80 দিনের মাথায়। মোট 7 লক্ষ 65 হাজার 252 জন পরীক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি ও বেসরকারি মিলে মোট দশটির বেশি ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যম থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা ।
wbbse.wb.gov.in ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।এছাড়াও এই ওয়েবসাইট থেকেও wbresults.nic.in

মাধ্যমিক রেজাল্ট দেখুন অনলাইনে ফ্রি!

১) প্রথমে আপনাকে wbresults.nic.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর West Bengal Board of Secondary Education 2024 এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে শিক্ষার্থীর রোল নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করুন।
৪) নিচে থাকা ক্যাপচার সংখ্যা উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।

মাধ্যমিক রেজাল্ট 2024 চেক লিংক:- ক্লিক

মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবেন দেখুন?

১) প্রথমে আপনাকে iresults.net এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর WBBSE Madhyamik Results, 2024 এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে WBBSE MADHYAMIK RESULT লেখার নিচে, রোল নাম্বার ও জন্ম তারিখ উল্লেখ করুন।
৪) এরপর Get Result এ ক্লিক করতেই, আপনার সামনে রেজাল্ট চলে আসবে।

মাধ্যমিক রেজাল্ট 2024 চেক ডাইরেক্ট লিংক:- Click

মাধ্যমিক রেজাল্ট কিভাবে দেখবো 2024?

১) প্রথমে আপনাকে Sangbadpratidin.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর মাধ্যমিকের ফলাফলের উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Roll Number ও জন্ম তারিখ উল্লেখ করুন।
৪) নিচে Views Result এ ক্লিক করুন। আপনার সামনে রেজাল্ট চলে আসবে।

মাধ্যমিক রেজাল্ট চেক 2024 সরাসরি লিংক:- Click

এছাড়া নিম্নোক্ত ওয়েবসাইট থেকেও ফলাফল জানতে পারবেন, wb10.abplive.com

www.indiaresults.com

www.results.shiksha

Fastresult

https://iresults.net.

https://iresults.net/wbbse-app/

www.Jagranjosh.com

https://www.indiatoday.in/education-today

Bangla.hindustantimes.com

timesofindia.indiatimes.com/education

www.indianexpress.com

https://www.tv9bangla.com

Sangbadpratidin.in

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button