CISF Constable Recruitment 2025: মাধ্যমিক পাশে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তরফ থেকে। যেখানে 1124 টি শূন্যপদে CISF কনস্টেবল পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। ভারত তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
CISF Constable 2025 পদে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে? বিস্তারিত ভালো ভাবে দেখে নিন আজকের প্রতিবেদনে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে।
পদের নামঃ– CISF Constable/Driver-cum-pump Operator।
শূন্যপদ (CISF Constable Vacancy 2025):- সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, মোট 1124 টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বেতন (CISF Constable Salary 2025):- কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে, পে লেভেল 3 অনুযায়ী 21 হাজার 700 টাকা থেকে শুরু করে 69 হাজার 100 টাকা পর্যন্ত।
বয়স (CISF Constable Age Eligibility 2025):- কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 27 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে 04/03/2025 তারিখের নিরিখে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সের ছাড় পাবেন। তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ SC/ST প্রার্থীরা 5 বছরের ও OBC প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা (CISF Constable Education Qualification 2025):- কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ। এর পাশাপাশি, প্রার্থীকে নিম্নলিখিত ধরনের যানবাহনের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে:-
a) ভারী মোটর যানবাহন বা পরিবহন যানবাহনের লাইসেন্স।
b) হালকা মোটর যানবাহনের লাইসেন্স।
c) গিয়ারযুক্ত মোটরসাইকেলের লাইসেন্স থাকতে হবে।
আবেদন পদ্ধতি (CISF Constable Online Apply 2025):– আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য https://cisfrectt.cisf.gov.in পোর্টালে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। সঠিক ভাবে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ও ডকুমেন্টস আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালো ভাবে দেখে নিয়ে আবেদন করুন।
আরও পড়ুনঃ- রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, ১৬ হাজার টাকা মাসে!
আবেদন ফি (CISF Constable Application Fee 2025):- কনস্টেবল/ড্রাইভার এবং কনস্টেবল/ড্রাইভার-কাম-পাম্প-অপারেটর পদে আবেদন ফি রয়েছে 100 টাকা। SC/ST/ESM প্রার্থীদের আবেদন করার জন্য কোনোরকম ফি দিতে হবে না। কিন্তু বাকি প্রার্থীদের অর্থাৎ UR, EWS এবং OBC প্রার্থীদের আবেদন করার সময় 100 টাকা পেমেন্ট করতে হবে।
আবেদনের শেষ তারিখ (CISF Constable Last Date 2025): CISF Constable পদে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে 04/03/2025 তারিখ পর্যন্ত।
CISF Constable Recruitment Notification 2025:- Download
CISF Constable Job Online Apply 2025 Link:- Click