পশ্চিমবঙ্গ সরকারের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ থেকে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। যেখানে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে। চাকরি প্রার্থীদের জন্য এক সুবর্ণ সুযোগ, নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের।
নিয়োগ করা হচ্ছে – Caretaker/Matron – কেয়ারটেকার / মেট্রন, Cook – কুক, Helper – হেলপার, Night Guard – নাইট গার্ড ও Cleaner/Karmabandhu – ক্লিনার / কর্মবন্ধু পদে নিয়োগ করা হচ্ছে।
আজকের প্রতিবেদনে দেখে উপরে উল্লেখ পদে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে, বিস্তারিত ভালো ভাবে দেখুন আজকের প্রতিবেদনে।
নিয়োগ করা হচ্ছে, ডুমুরগ্রাম উচ্চ মাদ্রাসার সংখ্যালঘু মহিলা হোস্টেলে Caretaker/ Matron, Cook, Helper, Night Guard , Cleaner / Karmabandhu পদে। নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন করার যোগ্যতাঃ-
১. স্ব-নির্ভর দলকে অবশ্যই ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতর ৯৫/৯৮ পার্টের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। স্ব-নির্ভর দল ডুমুরগ্রাম উচ্চ মাদ্রাসার ১০০ মিটারের মধ্যে অবস্থিত হলে অগ্রাধিকার পাবে।
২. স্ব-নির্ভর দলকে অবশ্যই গ্রেড পাশ (গ্রেড-২, তারপর গ্রেড-১) হতে হবে।
৩. স্ব-নির্ভর দলের সদস্যার সন্তান ঐ বিদ্যালয়য়ের ছাত্র-ছাত্রী হলে অগ্রাধিকার পাবে।
৪. স্ব-নির্ভর দলের ২ থেকে ৩ জন সদস্যাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
আরও পড়ুনঃ রাজ্যে অষ্টম শ্রেণি পাশে ইন্টারভিউ দিয়ে চাকরি, দেখুন আবেদন পদ্ধতি!
৫. স্ব-নির্ভর দলের ঋণ পরিশোধ করা থাকলে অগ্রাধিকার পাবে।
ইচ্ছুক ও উপরে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন স্ব-নির্ভর দলকে ০৪.০৩.২০২৫ তারিখ সকাল ১০ টার সময় মুরারই-১ ব্লকে Interview এ অংশগ্রহন করতে হবে। Interview এর জন্য সমস্ত নথিপত্র আসল এবং ২ কপি জেরক্স নিয়ে স্ব-নির্ভর দলের সমস্ত সদস্যাকে আসতে হবে।
West Bengal Job Vacancy Recruitment Notification 2025:- Download