West Bengal Job 2025: রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে চাকরি 2025 – দেখুন বেতন, যোগ্যতা ও আবেদন পদ্ধতি?

Khalek Rahaman
google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তের সব থেকে খুশির খবর! রাজ্যে ইতিমধ্যেই আরও নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি নাম্বার – Memo No. 165/DCPS/BNK ও প্রকাশিত তারিখ 20/02/2025। নিয়োগ করা হচ্ছে – অফিসার-ইন-চার্জ, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, কাউন্সেলর, হাউস ফাদার ও হেলপার কাম নাইট ওয়াচম্যান পদে।

আজকের প্রতিবেদনে দেখে নিন উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

পদের নামঃ– Helper cum Night Watchman (হেলপার কাম নাইট ওয়াচম্যান)
শিক্ষাগত যোগ্যতাঃ– হেলপার কাম নাইট ওয়াচম্যান পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকলে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সঃ– Helper cum Night Watchman পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে, সর্বনিম্ন 18 বছর ও সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে 20/02/2025 তারিখের নিরিখে।
বেতনঃ– হেলপার কাম নাইট ওয়াচম্যান পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 12 হাজার টাকা করে।

পদের নামঃ– House Father (হাউস ফাদার)।
শিক্ষাগত যোগ্যতাঃ– হাউস ফাদার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ থাকতে হবে। এর পাশাপাশি চাইল্ড কেয়ার পোগ্রামে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সঃ– House Father পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 20/02/2025 তারিখের নিরিখে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে।
বেতনঃ– হাউস ফাদার পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 14 হাজার 564 টাকা করে।

পদের নামঃ– Counsellor (কাউন্সেলর)।
শিক্ষাগত যোগ্যতাঃ– কাউন্সেলর পদে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কাজ, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, জনস্বাস্থ্য বা পরামর্শদান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা পরামর্শদান ও যোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা থাকতে পারে। এর পাশাপাশি সরকারি বা বেসরকারি সংস্থায়, বিশেষ করে নারী ও শিশু উন্নয়ন ক্ষেত্রে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে।
বেতনঃ– কাউন্সেলর পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে, 23 হাজার 170 টাকা করে।
বয়সঃ– Counsellor (কাউন্সেলর) পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে হবে 20/02/2025 তারিখের নিরিখে, সর্বনিম্ন 24 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে।

পদের নামঃ– চাইল্ড ওয়েলফেয়ার অফিসার।
বয়সঃ– Child Welfare Officer (চাইল্ড ওয়েলফেয়ার অফিসার) পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করতে হবে 01/01/2025 তারিখের মধ্যে।
বেতনঃ– চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 23 হাজার 170 টাকা করে।
শিক্ষাগত যোগ্যতাঃ– স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কাজ, সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞান সম্পর্কিত বিষয় বা আইন (LLB) নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সরকারি, বেসরকারি বা আইনি কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে নারী ও শিশু অধিকার নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। এর পাশাপাশি নারী ও শিশু অধিকার ও সুরক্ষা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে ও কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটারে কাজ করতে জানতে হবে।

পদের নামঃ– অফিসার-ইন-চার্জ।
বেতনঃ– অফিসার-ইন-চার্জ পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 33 হাজার 100 টাকা করে।
বয়সঃ– অফিসার-ইন-চার্জ পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে 01/01/2025 তারিখের নিরিখে, সর্বনিম্ন 27 বছর বয়স থেকে সর্বোচ্চ 42 বছর বয়সের মধ্যে।
যোগ্যতাঃ– অফিসার-ইন-চার্জ পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক কাজ, সমাজবিজ্ঞান, শিশু বিকাশ, মানবাধিকার, প্রশাসন, মনোবিজ্ঞান, মানসিক স্বাস্থ্য, আইন, জনস্বাস্থ্য বা সমাজ উন্নয়ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এবং সরকারি বা বেসরকারি সংস্থায় অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে নারী ও শিশু উন্নয়ন বা সামাজিক কাজের ক্ষেত্রে। এর পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া, প্রকল্প তৈরি ও পরিচালনা, কাজের তদারকি ও রিপোর্ট লেখা সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার চালাতে জানতে হবে।

পরীক্ষার সিলেবাসঃ– উপরে উল্লেখিত পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। যেখানে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও হাউস ফাদার পদে লিখিত পরীক্ষা হবে 80 নাম্বার ও ইন্টারভিউ হবে 20 নাম্বারের মধ্যে মোট 100 নাম্বার। অপরদিকে কাউন্সেলর, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার ও অফিসার-ইন-চার্জ পদে মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে লিখিত পরীক্ষা 80 নাম্বার, কম্পিউটার টেস্ট 10 নাম্বার ও ইন্টারভিউ 10 নাম্বারের। আর বিস্তারিত জানতে নিচের চার্টটি দেখুন।

 

আবেদন পদ্ধতিঃ- উপরে উল্লেখিত পদে আবেদন করতে হবে জিমেইল এর মাধ্যমে। এরজন্য আবেদন ফর্ম ও সমস্ত নথি সহকারে নোটিশে উল্লেখিত জিমেইলে পাঠিয়ে দিন। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ও ওয়েবসাইট ফলো করুন।
আবেদনের শেষ তারিখঃ- 16/03/2025 তারিখের মধ্যে।
West Bengal Job Recruitment Notification 2025:- Download

Application Form:- Download

Related News