WBSSC-এর তরফ থেকে যে Assistant Teacher পদে নিয়োগ প্রক্রিয়া চলছে Class IX-X ও XI-XII স্তরে, সেখানে ইতিমধ্যেই লক্ষ লক্ষ প্রার্থী আবেদন করেছেন। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে বেশ কিছু প্রার্থী SLST ফর্ম ফিলআপ করার সময় একই ক্লাস লেভেলের জন্য একাধিকবার আবেদন করায়, সেইসব আবেদন WBSSC বাতিল (Reject) করেছে।
বাতিল হওয়ার কারণ:
- একই শ্রেণির জন্য একাধিক আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।
- কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সমস্যাও (Technical Glitch) বাতিলের কারণ হয়েছে।
WBSSC SLST আবেদন যাদের বাতিল হয়েছে, তাদের জন্য করণীয়:
আপনাকে অবশ্যই রিপোর্ট করতে হবে, WBSSC এর তরফ থেকে নোটিশ প্রকাশ করে স্থান ও তারিখ জানিয়ে দেওয়া হয়েছে,
স্থান:
The West Bengal Central School Service Commission
ACHARYA SADAN, 11&11/1, Block-EE, Salt Lake, Kolkata-700091
তারিখ ও সময়:
০৪.০৮.২০২৫ সকাল ১১:০০ টা
সঙ্গে যা নিয়ে যেতে হবে:
- সমস্ত সংশ্লিষ্ট আবেদনপত্র নিয়ে যেতে হবে আবেদনকারীর,
- আবেদনকারীর মূল পরিচয়পত্র (Original ID Proof)
WBSSC এর তরফ থেকে নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, যারা এই তালিকায় রয়েছেন, শুধুমাত্র তারাই এই তারিখে রিপোর্ট করবেন। অন্য কেউ এই মুহূর্তে কমিশনে গিয়ে কোনো সংশোধনের প্রয়োজন নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।
WBSSC এর এই উদ্যোগে যাদের ভুলবশত আবেদন বাতিল হয়েছে কিংবা কিছু ক্ষেত্রে Technical Glitch এর কারনে আবেদন বাতিল হয়েছে, তারা পুনরায় সুযোগ পাবেন WBSSC SLST এর আবেদনটি সচল করার।
বিস্তারিত জানার জন্য WBSSC এর অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করুন।
WBSSC এর নোটিশের অফিসিয়াল স্ক্যান কপি নিচে দেওয়া হলোঃ-
নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে দেখে নিন, আপনার নাম (WBSSC SLST Cancel List 2025) বাতিল তালিকায় রয়েছে কি না, যদি থেকে থাকে তাহলে নির্ধারিত সময়েই অফিসে রিপোর্ট করুন।
WBSSC SLST Cancel List 2025: Download