Old Voter List West Bengal: ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করুন অনলাইনে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য আর্কাইভস অধিদপ্তর (Directorate of State Archives, West Bengal) ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের পুরনো ভোটার তালিকা প্রকাশ করেছে। এখন আপনি বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে সহজেই পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য আর্কাইভস অধিদপ্তর (Directorate of State Archives, West Bengal) এর পক্ষ থেকে পুরনো ভোটার তালিকা ডাউনলোড করার জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টাল থেকে সহজেই অনলাইনে ১৯৫২, ১৯৫৬, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬১, ১৯৬৬, ১৯৬৭, ১৯৬৮, ১৯৭০ এবং ১৯৭১ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
তাহলে দেখে নিন আজকের প্রতিবেদনে কিভাবে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড (Old Voter List West Bengal) করবেন।
আজকের প্রতিবেদনে আমরা ধাপে ধাপে (Step-by-Step) জানিয়ে দিয়েছি কীভাবে অনলাইনে ১৯৫২ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন।
১৯৫২ থেকে ১৯৭১ সালের পুরনো ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন দেখুনঃ-
১) প্রথমে আপনাকে রাজ্য আর্কাইভস অধিদপ্তর (Directorate of State Archives, West Bengal) এর তরফ থেকে প্রকাশিত পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আপনি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর কত সালের (1952, 1956, 1958, 1959, 1961, 1966, 1967, 1968, 1970, 1971) ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন, তা সিলেক্ট করুন।
৩) এরপর আপনি কোন জেলার ভোটার লিস্ট খুঁজছেন, সেই জেলা বেঁছে নিন।
৪) এরপর নির্বাচনী এলাকা নির্বাচন করুন। তারপর সার্চে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে Click To View / Download এ ক্লিক করে দেখে নিন পুরনো ভোটার লিস্ট ও ডাউনলোড করুন।

৬) আপনার চালু করা নেটওয়ার্কের গতির উপর নির্ভর করে ডাউনলোডে সময় লাগতে পারে।
West Bengal Old Voter List Download Link:- Click