স্কুবা ডাইভিংয়ে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

জনপ্রিয় আসামি সংগীতশিল্পী জুবিন গার্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন তিনি।তার বয়স হয়েছিল ৫২ বছর।
নর্থইস্ট ফেস্টিভ্যালের এক অনুষ্ঠানে সিঙ্গাপুরে যান জুবিন গার্গ। গুয়াহাটির একটি কোম্পানির তরফে গায়ককে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে শুক্রবার রাতে তাঁর অনুষ্ঠানের আয়োজন ছিল। কিন্তু মঞ্চে ওঠার আগেই স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই জনপ্রিয় সংগীতশিল্পী। সঙ্গে সঙ্গে সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। শেষপর্যন্ত চিকিৎসকেরা তাকে আর বাঁচাতে পারেননি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজ বিকেলে সোশ্যাল মিডিয়ায় আসামের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল গায়কের মৃত্যু নিশ্চিত করেছেন। তিনি টুইটারে শোকবার্তা প্রকাশ করে লিখেন, ‘আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আসাম কেবল একটি কণ্ঠস্বরই নয়, একটি হৃদস্পন্দনও হারিয়েছে। জুবিন একজন গায়কের চেয়েও বেশি কিছু ছিলেন, তিনি আসাম এবং জাতির গর্ব ছিলেন, যার গান আমাদের সংস্কৃতি, আমাদের আবেগ এবং আমাদের চেতনাকে বিশ্বের প্রতিটি কোণে পৌঁছে দিয়েছে।’

এছাড়াও টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব শোকপ্রকাশ করে সমাজ মাধ্যমে পোস্ট করেন। ১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের শিলংয়ে জন্মগ্রহণ করেন বিখ্যাত গায়ক জুবিন গার্গ।জুবিন গর্গের আসল নাম ছিল জুবিন বোরঠাকুর। নব্বইয়ের দশকে আসামের সংগীতজগতে নিজের জায়গা তৈরি করেন তিনি। এরপর নিজের নামের শেষে গর্গ পদবি যুক্ত করেন,পরে বলিউডে প্লেব্যাকের মাধ্যমে সারা ভারতজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান দিয়ে জাতীয় খ্যাতি পান এই গায়ক।

কেবল হিন্দি বা অসমিয়া নয়, বাংলা ও আরও ৪০টির বেশি ভাষা ও উপভাষায় গান গেয়েছেন জুবিন। গায়ক ছাড়াও তিনি ছিলেন সুরকার, গীতিকার, অভিনেতা এবং সমাজকর্মী।