নতুন আপডেট! আধার কার্ডে 2টি ডকুমেন্ট আপলোড করুন আজকেই! নয়তো সমস্যা হবে?
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার সময় বাড়িয়ে দিলো Uidai। এখন আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা অত্যন্ত জরুরি। কিন্তু কিভাবে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করবেন? সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখে নিন আজকের প্রতিবেদনে।
আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার জন্য দিতে হবে না টাকা। এখন আপনি 14/06/2024 তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করতে পারবেন।
আধার কার্ডে আপনাকে 2টি ডকুমেন্ট আপলোড করতে হবে অনলাইনে। এরজন্য আপনাকে দিতে হবে না টাকা, নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করলে। আধার কার্ড তৈরি করার যদি আপনার 10 বছর হয়ে থাকে,তাহলে অবশ্যই আপনাকে আধার কার্ডে 2টি ডকুমেন্ট আপডেট করতেই হবে।
Aadhaar Card Document Update Online Free / Aadhaar Card Document Upload Online 2024 Free.
১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।
২) এরপর Log In এ ক্লিক করে আধার কার্ড নাম্বার উল্লেখ করে লগইন করুন।
৩) Log In করার পর Document Update এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে পরপর 2 বার Next এ ক্লিক করুন।
৫) আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি আসবে,নিচের বক্সে ক্লিক করে Next করুন।
৬) এরপর দুটি ডকুমেন্ট আপলোড করুন লিস্ট থেকে সিলেক্ট করে PDF আকারে 2MB এর মধ্যে।
৭) আপলোড হয়ে গেলে ফাইনাল সাবমিট করলেই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। এরপর Acknowledgement Slip Download করে নিন। পরবর্তীতে SRN Number দিয়ে আপডেট এর স্থিতি জানতে পারবেন।
Website Link:- Click