Aadhar Card Mobile Update: আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক বাড়িতে বসে নতুন পরিষেবা Doorstep – দেখুন আবেদন পদ্ধতি!
আধার কার্ড Doorstep পরিষেবা চালু হলো। এখন আপনি বাড়িতে বসে আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি আধার কার্ডে জিমেইল আইডি লিংক কিংবা পরিবর্তন করতে পারবেন বাড়িতে বসে।
আধার কার্ড Doorstep পরিষেবা চালু হলো। এখন আপনি বাড়িতে বসে আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। পাশাপাশি আধার কার্ডে জিমেইল আইডি লিংক কিংবা পরিবর্তন করতে পারবেন বাড়িতে বসে।
আধার কার্ড Doorstep সুবিধা নিতে গেলে আপনাকে প্রথমত অনলাইন আবেদন করতে হবে, এই সুবিধা দিচ্ছে IPPB। দেখে নিন আজকের প্রতিবেদনে কিভাবে আধার কার্ড Doorstep পরিষেবা বাড়িতে বসে নিতে পারবেন, কিভাবে আবেদন করবেন?
Aadhaar Card Mobile Number Link Online In West Bengal / Aadhaar Card Mobile Number Update Online
১) প্রথমে আপনাকে IPPB এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর IPPB এর নির্দিষ্ট লিংকে ক্লিক করে Service Request Form – Doorstep Banking Form এ আসুন।
৩) এরপর আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করুন। আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করার জন্য Aadhaar Mobile Update বক্সে টিক মার্ক করুন।
৪) আবেদন ফর্ম সঠিক ভাবে আধার কার্ড দেখে দেখে ফিলাপ করে ও মোবাইল নাম্বার উল্লেখ করে সাবমিট করুন।
৫) আবেদন ফর্ম সাবমিট হয়ে গেলে, রেফারেন্স নাম্বার পাবেন।
৬) এরপর আপনার বাড়িতে IPPB এর তরফ থেকে লোক পাঠানো হবে,এরপর আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট কিংবা লিংক করিয়ে দিবে।
Aadhaar Card Mobile Number Update/Link Online Form:- Apply