আধার কার্ড ঠিকানা পরিবর্তন অনলাইনে,নতুন পদ্ধতি দেখুন!
আধার কার্ড আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। কিন্তু অনেক সময় বিভিন্ন কাজের কারনে আমার এক জায়গা ছেড়ে অন্য জায়গায় বসবাস করা শুরু করি। আবার অনেক সময় আধার কার্ডের ঠিকানায় অনেক কিছু ভুল থাকে। আবার বিবাহিত মহিলাদের আধার কার্ডে আগে থেকে বাবার বাড়ির ঠিকানা যুক্ত করা থাকে।
তবে সমস্ত সমস্যার সমাধান আজকের এই প্রতিবেদনে। আপনি যেখানেই থাকুন না কেন ভারতের সেই জায়গার Address টি আপানার আধার কার্ডে বসাতে পারবেন। তাও আবার বাড়িতে বসে খুব সহজেই। এরজন্য আপনাকে কোনো আধার সেন্টার এ গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। তাহলে কিভাবে aadhar card address change online এ করবেন, নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন।
Aadhar Card Address Change Online / Aadhar Card Transfer After Marriage Bengali
১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log In এ ক্লিক করে যার আধার কার্ড এর ঠিকানা পরিবর্তন করবেন, তার আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৩) এরপর পরবর্তী পেজে Address Update অপশনে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে দুটো অপশন আসবে,একটি হলো Update Aadhaar Online অপরটি হলো Head Of Family (HOF) based Address Update।
৫) যদি আপনার কাছে আধার কার্ডের ঠিকানা সংশোধন করার জন্য উপযুক্ত ডকুমেন্টস থাকে তাহলে Update Aadhaar Online এ ক্লিক করে এগিয়ে যান।
৬) পরবর্তী পেজে আপনার নতুন ঠিকানা ইত্যাদি উল্লেখ করে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে।
৭) সর্বশেষ ধাপে ৫০ টাকা পেমেন্ট করলে আবেদন হয়ে যাবে।
৮) আর আপনার কাছে যদি আধার কার্ডে নতুন ঠিকানা যুক্ত করার জন্য উপযুক্ত ডকুমেন্টস না থাকে,তাহলে Head Of Family (HOF) based Address Update এই অপশনে ক্লিক করুন।
৯) এখানে আপনি কার আধার আধার কার্ড এর ঠিকানা শেয়ার নিতে চান তার আধার কার্ড নাম্বার ও কি সম্পর্ক সিলেক্ট করে সাবমিট করুন। এবং Self Declaration From আপলোড করুন।
১০) এরপর ৫০ টাকা পেমেন্ট করডে হবে।তাহলে একটি SRN নাম্বার চলে আসবে। এরপর যার আধার কার্ড নাম্বার উল্লেখ করেছেন, তাকে পুনরায় লগইন করে, এরপর My Head Of Family Request এ ক্লিক করে SRN Number দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে।
Aadhaar Card Official Website:- Link
Aadhaar Card Self Declaration From Pdf:- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক