ঐক্যশ্রী স্কলারশিপ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পরিবর্তন শুরু হলো
ঐক্যশ্রী স্কলারশিপ নতুন আপডেট। আমরা প্রত্যেকেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যারা ৬০% নাম্বার পাবেন তারাও এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবেন। সেটা SC/ST/OBC/GEN সবাই।
কিন্তু সংখ্যালঘু পড়ুয়াদের সেটি আগে হতো না।তাদের ঐক্যশ্রী পোর্টাল থেকে শুধু ঐক্যশ্রীতেই আবেদন হচ্ছিল। ইতিমধ্যেই পোর্টালে নতুন আপডেট নিয়ে আসলো West Bengal Minorities’ Development & Finance Corporation
Minority Affairs and Madrasah Education Department
Govt. Of West Bengal।
যদি আপনি ৬০% বা তার বেশি নাম্বার পেয়ে শুধুমাত্র ঐক্যশ্রীতে আবেদন করেছেন সেটি এখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ পরিবর্তন করতে পারবেন।
স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন করলে ১২ হাজার ২৪ হাজার করে টাকা পাওয়া যায় নূন্যতম।
Aikyashree Scholarship To SVMCM Scholarship Convert:-
১) প্রথমে আপনাকে ঐক্যশ্রী পোর্টালে আসতে হবে। লিংক নিচে দেওয়া হলো…
২) এরপর SWITCH OVER TO SVMCM
(Eligible Candidates Only) এই অপশনে ক্লিক করুন।
৩) Aikyashree Id & Password দিয়ে লগইন করুন।
৪) পরবর্তী পেজে Home এ Box টিতে ক্লিক করুন ও Upgrade এ ক্লিক করুন।
৫) এরপর পরবর্তী পেজে আপনি নতুন Application Number পেয়ে যাবেন।
৬) এরপর Click Here To Upload Documents এ ক্লিক করুন।
৭) পরবর্তী পেজে শুধু আপনার Bank Passbook, Marksheet, Institute Verification, Income আপলোড করে সাবমিট করলেই হয়ে যাবে।
Website Link:- Click
Online Apply Video:– দেখুন
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক