Air Force School Barrackpore Job Notification 2025: ব্যারাকপুর স্কুলে চাকরি – দেখুন বেতন ও আবেদন পদ্ধতি?
পশ্চিমবঙ্গে ব্যারাকপুর স্কুল থেকে নতুন করে চাকরির নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হচ্ছে ক্লার্ক, হেল্পার সহ শিক্ষক পদে। এই সমস্ত পদে রয়েছে ভালো বেতনও, দেখুন বিস্তারিত!
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ব্যারাকপুর স্কুলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সেই মর্মে ইতিমধ্যেই ব্যারাকপুর স্কুল থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে – হেল্পার, ক্লার্ক, একাউন্টস অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট, স্পেশাল এডুকেটর, নার্সারী ট্রেনড টিচার, প্রাইমারি টিচার্স, ট্রেনের গ্রাজুয়েট টিচার্স সহ পোস্ট গ্রাজুয়েট টিচার্স পদে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, এয়ার ফোর্স স্কুল ব্যারাকপুর থেকে উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন পদে আবেদন করার জন্য কি কি শর্ত রয়েছে, আবেদন পদ্ধতি কি রয়েছে এই সমস্ত পদে আবেদন করার জন্য। বিস্তারিত ভালো ভাবে দেখে নিন অফিসিয়াল নোটিফিকেশন সহ আজকের প্রতিবেদনে।
পদের নামঃ– হেল্পার (Helper-MTS)।
শিক্ষাগত যোগ্যতাঃ– হেল্পার পদে আবেদন করার জন্য, নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি, যেকোনো যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে বলা হয়েছে, প্রার্থীদের অবশ্যই শিক্ষিত হতে হবে এবং ইংরেজি/হিন্দি পড়তে/লিখতে সক্ষম হতে হবে।
বয়সঃ– এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে, সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। এছাড়াও বয়সের ছাড় রয়েছে।
পদের নামঃ– ক্লার্ক (Clerk)।
শিক্ষাগত যোগ্যতাঃ– ক্লার্ক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান ও টাইপিং স্পিড ভালো থাকতে হবে। প্রার্থী যদি ইংরেজি ও হিন্দিতে লেখা, পড়া ও বলার দক্ষতা থাকে তাহলে আবেদনের যোগ্য।
বয়সঃ– ক্লার্ক পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন ২৫ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সের মধ্যে। এছাড়াও বয়সের ছাড় রয়েছে।
পদের নামঃ– একাউন্টস অ্যাসিস্ট্যান্ট (Accounts Assistant)।
শিক্ষাগত যোগ্যতাঃ– একাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, যেকোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B Com ডিগ্রি এবং হিসাবরক্ষণের জ্ঞান। এর পাশাপাশি কম্পিউটার জ্ঞান ও টাইপিং স্পিড ভালো থাকতে হবে ও ইংরেজি এবং হিন্দিতে সাবলীলভাবে পড়তে, লিখতে এবং বলতে সক্ষম হতে হবে।
বয়সঃ– একাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন ২৫ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সের মধ্যে।
পদের নামঃ– ল্যাব অ্যাটেনডেন্ট (Lab Attendant)।
শিক্ষাগত যোগ্যতাঃ– ল্যাব অ্যাটেনডেন্ট পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ বিজ্ঞান বিভাগে। এর পাশাপাশি ইংরেজি অথবা হিন্দিতে লেখা, বলা ও পড়ার দক্ষতা থাকতে হবে।
বয়সঃ– ল্যাব অ্যাটেনডেন্ট পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সের মধ্যে।
পদের নামঃ– স্পেশাল এডুকেটর (Special Educator)।
যোগ্যতাঃ– স্পেশাল এডুকেটর পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক সাথে স্পেশাল এডুকেশনে বি.এড। এর পাশাপাশি এক বছরের ডিপ্লোমা করা থাকতে হবে স্পেশাল এডুকেশনে।
পদের নামঃ– নার্সারী ট্রেনড টিচার (Nursery Trained Teacher)।
শিক্ষাগত যোগ্যতাঃ– নার্সারী ট্রেনড টিচার পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, নার্সারি শিক্ষক প্রশিক্ষণ সহ সিনিয়র সেকেন্ডারি ডিপ্লোমা অথবা সরকারী স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সারি/মন্টেসরি/প্রাক-প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণে ডিপ্লোমা অথবা প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা করা থাকতে হবে। এছাড়াও উচ্চতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন, তবে নার্সারি/মন্টেসরি প্রশিক্ষণে ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সঃ– Nursery Trained Teacher পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সের মধ্যে।
পদের নামঃ– প্রাইমারি শিক্ষক (Primary Teachers – PRT)।
যোগ্যতাঃ– প্রাইমারী শিক্ষক পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ ৫০ শতাংশ নাম্বার সহ D.El.Ed বা D.Ed অথবা উচ্চ মাধ্যমিক ৫০ শতাংশ নাম্বার সহ ৪ বছরের B.El.Ed করা থাকতে হবে। এছাড়াও স্নাতক ৫০ শতাংশ নাম্বার সহ B.Ed করা থাকলেও আবেদন করতে পারবেন।
বয়সঃ– Primary Teachers (PRT) পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫০ বছর বয়সের মধ্যে।
দেখুন কোন পদে কত টাকা করে মাসিক বেতনঃ-
এছাড়াও Trained Graduate Teachers সহ Post Graduate Teachers পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য আবেদনকারীকে একটি CV তৈরি করতে হবে ও সমস্ত নথি সহ পাঠাতে হবে The Executive Director, Air Force School Barrackpore, P.O. Bengal Enamel, North 24 Parganas, Pin-743122। এই ঠিকানায় পাঠাতে হবে ১৬ই জানুয়ারি ২০২৫ এর মধ্যে। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ভালো ভাবে দেখে আবেদন করুন।
Air Force School Barrackpore Recruitment Notification 2025:- Download
Application Form:- Download
কোন পদে কত টাকা করে মাসিক বেতন:- দেখুন