Airtel New Recharge Plans 2024: জিও এর পর Airtel রিচার্জের দাম বাড়িয়ে দিলো, কত টাকা করে দেখুন?

Ealiash Rahaman

Jio-এর পর এবার এয়ারটেলের দাম বাড়ল, জানুন কেন!
জিও‌ রিচার্জ বৃদ্ধির ধাক্কা না কাটতেই চব্বিশ ঘন্টার মধ্যেই আর এক দুঃসংবাদ মোবাইল ব্যবহারকারীদের উপর। ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে দেশের আরো দুই বৃহত্তম মোবাইল টেলি‌ অপারেটর কোম্পানি জিও এরপর‌ই এয়ারটেল।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগে রিলায়েন্স জিও আর এখন এয়ারটেল। সম্প্রতি গতকাল রাতে অর্থাৎ 27 জুন, 2024-এ, Jio তার মোবাইল ট্যারিফ 20-22 শতাংশ বাড়িয়েছে (জিও‌ রিচার্জ বৃদ্ধিঃ- দেখুন বিস্তারিত) এবং আজ অর্থাৎ 28 জুন, এয়ারটেলও প্রিপেইড এবং পোস্টপেইড উভয় প্ল্যানের দাম বাড়ানোর ঘোষণা করেছে । মোবাইলের রেট 10 থেকে 21 শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে Airtel। এয়ারটেল জানিয়েছে, প্ল্যানের নতুন দাম গ্রাহকদের জন্য পরের মাসের, 3 রা জুলাই 2024 থেকে কার্যকর করা হবে।

এয়ারটেলের নতুন ভয়েস প্ল্যান জেনে নিন :
179 টাকার বেস প্ল্যানের জন্য এখন 199 টাকা খরচ করতে হবে (আপনাকে দেওয়া হবে আনলিমিটেড কল এবং 28 দিনে 2 জিবি‌ ডেটা‌‌)।
455 টাকার প্ল্যানের জন্য এখন 509 টাকা (আনলিমিটেড কল,6 জিবি‌ ডেটা‌ 84 দিন) খরচ করতে হবে।এবং 1799 টাকার প্ল্যানের জন্য এখন আপনাকে 1999 টাকা (আনলিমিটেড কল,365 দিন,ডেটা 24 জিবি) খরচ করতে হবে।

এয়ারটেলের একনজরে দৈনিক ডেটা প্ল্যানের দামগুলি দেখা যাক:

– 265 টাকা বেড়ে হয়েছে 299 টাকা ।(বাড়ছে প্রায় 12.83 শতাংশ)

– 299 টাকা বেড়ে হয়েছে 349 টাকা।( বাড়ছে প্রায় 16.72% শতাংশ)

– 359 টাকা বেড়ে হয়েছে 409 টাকা। (বাড়ছে প্রায় 13.93 শতাংশ)

– 399 টাকা বেড়ে হয়েছে 449 টাকা।( বাড়ছে প্রায় 12.53 শতাংশ)

– 479 টাকা বেড়ে হয়েছে 579 টাকা। (বাড়ছে প্রায় 20.88 শতাংশ)

– 549 টাকা বেড়ে হয়েছে 649 টাকা। (বাড়ছে প্রায় 18.21 শতাংশ)

– 719 টাকা বেড়ে হয়েছে 859 টাকা। (বাড়ছে প্রায় 19.47 শতাংশ)

– 839 টাকা বেড়ে হয়েছে 979 টাকা। (বাড়ছে প্রায় 16.70 শতাংশ)

– 2999 টাকা বেড়ে হয়েছে 3599 টাকা।

– 19 টাকার ডাটা প্ল্যান এখন 22 টাকা, 29 টাকার প্ল্যান 33 টাকা এবং 65 টাকার প্ল্যান 77 টাকা।

Jio,Airtel,VI New Plans: 600 টাকা বাঁচাতে আজকেই রিচার্জ করুন, নয়তো নতুন দামে চোখ ছলছল করবে!

এখন থেকে এয়ারটেলে ডেটা ভাউচারের জন্য 19 টাকায় 1 জিবি ডেটা পাওয়া যাচ্ছেনা , নতুন ডেটা‌ প্ল্যান দেখুন: প্রতি দিনের 1জিবি ডেটা ভাউচারের দাম বাড়িয়ে হয়েছে 19 টাকা থেকে 22 টাকা। এছাড়া, 29 টাকার ভাউচার এখন 33 টাকায় মিলবে গ্রাহকদের এবং 55 টাকার ডেটা ভাউচারের দাম বাড়িয়ে হয়েছে 77 টাকা করেছে।

তবে গ্রাহকদের মিলবে 5 জি ইন্টারনেট পরিষেবা। তারজন্য রিচার্জ করতে হবে নূন্যতম 239 টাকা।

এয়ারটেলের সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যানের পুরানো দাম ছিল 339 টাকা, কিন্তু এখন একই প্ল্যানটি 449 টাকায় পাওয়া যাবে তবে প্ল্যানের সঙ্গে থাকছে 40 জিবি ডেটা, আনলিমিটেড কল,100 এস এম এস/ দিন এবং সঙ্গে এক্স‌এস স্ট্রিম প্রিমিয়াম সাবস্ক্রিপশন।