হুমকি-হামলার মধ্যেই গাজার পথে মানবতার ফ্লোটিলা, ফ্লোটিলা কী এবং কিভাবে কাজ করে জানুন বিস্তারিত

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

গাজার ক্ষুধার্ত মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক উদ্যোগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ রবিবার স্পেনের বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই যাত্রার সদস্যদের সমর্থন জানাতে হাজার হাজার মানুষ সমবেত হয়েছিলেন। নৌবহরে অংশ নিয়েছেন অভিনেত্রী সুসান সারানডন, সুইডিশ জলবায়ুকর্মী কর্মী গ্রেটা থানবার্গ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা। যদিও ভারতীয় প্রতিনিধিদলের নিরাপত্তার কারণে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ যোগ দিতে পারেনি কেউ। কলকাতার এক মানবধিকার কর্মী ও ছাত্রী সামারা মকতব‌ মিডিয়ায় একথা জানান।

এরমধ্যেই বেশ কয়েকটি নৌবহর ভূমধ্যসাগরে গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে অবস্থান করছিল, সেখান থেকে ইসরায়েলি বাহিনী বুধবার রাতে আটটি নৌকা থামিয়েছে। বেশ কয়েকজন মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে ,তাদের মধ্যে রয়েছেন গ্রেটা থানবার্গ। ইসরায়েলি সরকার জানিয়েছে, “গ্রেটা এবং তার বন্ধুরা নিরাপদ এবং সুস্থ আছেন এবং তাদের আশদাদ সমুদ্রবন্দরে নিয়ে যাওয়া হচ্ছে বলে।” বলেন জানান ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত জুনে গাজা থেকে প্রায় ১৮৫ কিলোমেটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ১২ যাত্রীসহ আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটকে দেয় ইসরায়েলি বাহিনী। কী এবারও সুমুদ ফ্লোটিলার সঙ্গে একই আচরণ করতে যাচ্ছে ইসরায়েল?

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কী?

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ হলো একটি আন্তর্জাতিক নৌবহর যা বিভিন্ন দেশ থেকে আসা স্বেচ্ছাসেবী, মানবাধিকারকর্মী এবং পরিবেশকর্মী নিয়ে গঠিত। গত ৩১ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন পর্যন্ত গাজায় সবচেয়ে বড় সামুদ্রিক মিশন। এত ৪৪ জাহাজে ৪৯৭ জন যাত্রী রয়েছে। এর মূল লক্ষ্য হলো ইসরায়েলি অবরোধের শিকার গাজার অবরুদ্ধ জনগণের কাছে সরাসরি মানবিক সহায়তা (যেমন— খাদ্য, ওষুধ ও জরুরি সামগ্রী) পৌঁছে দেওয়া। এছাড়া এটি গাজার মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করতেও যাত্রা করে। এক কথায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কেবল একটি মানবিক অভিযান নয়; এটি আন্তর্জাতিক জলসীমা, মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং রাজনৈতিক সংবেদনশীলতার মিলিত ক্ষেত্র, যা এ এখন আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে রয়েছে। এতে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের আইনজীবী, চিকিৎসক, মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা অংশ নিয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চলছে। দুই বছরের মধ্যে প্রায় ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরোধের কারণে খাদ্য সংকট তীব্র, বাসিন্দাদের অনাহার-অর্ধাহারে দিন কাটছে।

ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর তিউনিসিয়া, ইতালির সিসিলি দ্বীপ এবং গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌকা যোগ হয়েছে। বর্তমানে বহরে ৪০টির বেশি নৌকা রয়েছে।

নৌবহরের মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে সর্বশেষ তথ্য শেয়ার করে জানান, ইসরায়েল নৌবহর ঠেকাতে পুরোদমে প্রস্তুতি নিয়েছে আশদোদ বন্দরে প্রায় ৫০০ সেনাবাহিনী মোতায়েন করেছে বলে জানা গেছে।