ANM GNM Result 2021. ANM GNM Counselling Process & Documents List 2021
আপনি যদি এবছর ANM GNM এর পরীক্ষা দিয়ে থাকেন,তাহলে আপনার জন্য সুখবর যে আপনার রেজাল্ট আউট হয়ে গেছে।আপনি খুব সহজেই ANM GNM Result 2021 চেক করতে পারবেন। আপনার Rank কত রয়েছে ANM GNM Result 2021 Rank এ।
ANM GNM Result 2021 Check :-
১) WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে আপনাকে।
২) এরপর সেখানে ANM GNM নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন।
৩) এরপর Download Rank Card ANM GNM 2021 এ ক্লিক করুন।
৪) আপনার Application No & DOB দিয়ে সাবমিট করতেই দেখতে পারবেন যে নাম রয়েছে কি না আপনার ও কত Rank এ আপনার নাম ANM & GNM Nursing Result এ।
ANM GNM Result 2021 Check Link:-
ANM GNM Nursing 2021 Documents Verification 2021:– ANM GNM Nursing কাউন্সিলিং এর পর আপনার নাম যে কলেজে আসবে সেই কলেজে আপনাকে গিয়ে ডকুমেন্টস Verification করে আসতে হবে ও Admission হতে হবে। না হলে আপনার ভর্তি হবে না। ডকুমেন্টস কি কি লাগবে এর জন্য নিম্নে দেওয়া রইলো-
১) আধার কার্ড
২) মাধ্যমিক এডমিট কার্ড
৩) উচ্চ মাধ্যমিক এডমিট কার্ড
৪) মাধ্যমিক রেজাল্ট
৫) উচ্চ মাধ্যমিক রেজাল্ট
৬) শারীরিক অক্ষমতা হলে তার সার্টিফিকেট ও ফর্ম ফিলাপ
৭) Proforma Form fill Up
৮) Medical Fitness Certificate Form Fill Up
৯) SC/ST/OBC Certificate থাকলে তা দিতে হবে।
১০) Domicile Certificate লাগবে BDO এর।
Proforma Form, Medical Certificate Form & Disability Form Download Link:-