আয়ুষ্মান ভারত যোজনা কার্ড অনলাইন বানান ফ্রি,৫ লক্ষ টাকা পাবেন বছরে
আয়ুষ্মান ভারত যোজনা অনলাইন আবেদন কিভাবে করবেন ও কি কি সুবিধা রয়েছে এই কার্ডে।ayushman card কিভাবে বানাবেন, তা আজকে আমরা আলোচনা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত যোজনা কার্ডটি চালু করেন এই কার্ডের মাধ্যমে আপনি ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন বছরে।এই ৫ লক্ষ টাকা চিকিৎসা করার জন্য পাবেন। সরকারি কিংবা বেসরকারি হসপিটালে চিকিৎসা করতে পারবেন এই কার্ড দিয়ে বিনামূল্যে।
আয়ুষ্মান ভারত যোজনা কার্ড বানানোর আগে দেখতে হবে লিস্টে আপনার কিংবা আপনার পরিবারের নাম রয়েছে কিনা।
১) প্রথমে ayushman এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হলো…
২) এরপর সেখানে Am I Eligible এ ক্লিক করতে হবে।
৩) মোবাইল নাম্বার ও কেপচার কোর্ড বসিয়ে সাবমিট করতে হবে।
৪) এরপর আপনার রাজ্যের নাম,জেলার নাম, আপনার নাম, গ্রাম/ওয়ার্ড, পিন কোর্ড বসিয়ে দিয়ে সার্চ করে দেখুন আপনার নাম রয়েছে কি না।
৫) এরপর আপনার নামের পাশে HHD নং চলে আসবে।
৬) সেই নাম্বার নিয়ে CSC সেন্টার গেলে আপনার কার্ড বের করে দিবে ও সুবিধা নিতে পারবেন।
Website Link:- ক্লিক করুন
Online Apply Direct Link:-