Bank Of Baroda Job 2026: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির, মাসিক বেতন ৮৫,৯২০ টাকা! ৪১৮ পদে আইটি সেক্টরে নিয়োগ—আজ থেকেই আবেদন শুরু

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
Highlights
  • Bank Of Baroda Job 2026
  • ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি ২০২৬
  • মাসিক বেতন ৮৫,৯২০ টাকা! ৪১৮ পদে নিয়োগ
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি ব্যাঙ্কে উচ্চ বেতনের চাকরির সুযোগ নিয়ে বড় ঘোষণা করল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। ব্যাঙ্কের তথ্যপ্রযুক্তি (IT) বিভাগে মোট ৪১৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এই নিয়োগে মোট ৩৮টি যেমন ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, আইটি ডেভেলপার, ইঞ্জিনিয়ার, অ্যাডমিনিস্ট্রেটরসহ একাধিক পদের জন্য কর্মী নেবে।

আবেদন প্রক্রিয়া আজ, ৩০ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হয়েছে এবং চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।  আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.bank.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

সিনিয়র ম্যানেজার পদে আবেদনের জন্য আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এ বিই বা বিটেক অথবা এমসিএ‌ ডিগ্রি থাকতে হবে।  পাশাপাশি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা আইটি,জাভা (JAVA) তে‌ কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।  বাকি পদের ক্ষেত্রেও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আবেদন ফি: জেনারেল, ওবিসি ও ই‌ ডাব্লিউ এস‌ প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা।
এছাড়াও এস সি, এস টি ও মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফি ১৭৫ টাকা দিতে হবে।

বয়সসীমা: ২২ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।  এছাড়াও পদ অনুসারে ভিন্ন রয়েছে, এ ছাড়া সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া: অনলাইনে আবেদন করার পর অনলাইন টেস্ট ও সাইকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

আবেদন কিভাবে করবেন
অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে bankofbaroda.bank.in আবেদন করতে পারবেন।

Bank Of Baroda Recruitment Notification 2026: Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।