২০২৫ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (NDA) এবার সরকার গঠন করতে চলছে। বৃহস্পতিবার দশম বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডা সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
বুধবার রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। এবং নতুন সরকার গঠনের আবেদন জানান। আজ সকাল সাড়ে ১১টায় শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে।
পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে শপথ গ্রহণ হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ বেশ কিছু বিশিষ্ট বিরোধী ব্যক্তিত্বও নীতিশ কুমারের আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এবারের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট (এনডিএ) দাপুটে জয় পেয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ), বিজেপি এবং আরও কয়েকটি দল মিলে থাকা এই জোট ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসন পেয়েছে। এর মধ্যে ৮৯টি নিয়ে বিজেপি ও জেডিইউ ৮৫টি পেয়ছে। অন্যদিকে বাকি বিরোধী দল গুলোর উল্লেখযোগ্য বহুঅংশে পিছিয়ে পড়েছে।
নীতীশ কুমারের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন সম্রাট চৌধুরি ও বিজয় সিন্হা। তবে এখনও বাকি মন্ত্রী পদে কে কোন পদে শপথ নিবে তা নিয়ে টানাপড়োন চলছে। বুধবার এনডিএ পরিষদীয় দলের বৈঠকে যোগ দেওয়ার পর চিরাগ পাসওয়ান জানান তাদের পার্টি এলজেপি (লোক জনশক্তি পার্টি) থেকে ৩ জন মন্ত্রী হবেন। এছাড়াও সূত্র মোতাবেক জানা গেছে, জেডিইউ থেকে ১৪ জন এবং বিজেপি থেকে ১৬ জনের মতো মন্ত্রীর পদ পাবেন। বাকি এনডিএ শরিক দলগুলো একটি করে পদ পেতে পারে।
আজ বিহারের ইতিহাসে ঐতিহাসিক মূহূর্ত এর আগে কেঁউ ২০ বছর ধরে মূখ্যমন্ত্রী পদে ছিলেন না। উল্লেখ্য, এদিকে বিহারের রাজনীতিতে একাধিকবার দল বদল করে থাকলে নীতিশ কুমার সেই ব্যক্তি।










