মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় আফসোসের দিন , ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের ঘোষণায় বড় চমক দেখাল নরওয়ের নোবেল কমিটি। বহু প্রচেষ্টা এবং নিজেকে শান্তি প্রতিষ্ঠার বার্তাবাহক বললেও মিললো না নোবেল শান্তি পুরস্কার।
এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো। গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিককে এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেলেন।
কমিটির মতে, মাচাদোর দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার রক্ষার জন্য অক্লান্ত লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে।
১০৬তম নোবেল শান্তি পুরস্কারের জন্য মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে। এদিকে, ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠা সহ সাতটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, যার মধ্যে একটি ভারত ও পাকিস্তানের। তবে ট্রাম্পের দাবিকে অস্বীকার করেছে।
এছাড়া ট্রাম্প একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেও পাননি পুরস্কার। ট্রাম্পের বহু প্রচেষ্টা শেষ পর্যন্ত ফলদায়ী হয়নি, হয়ে উঠল না শান্তি প্রতিষ্ঠার বার্তাবাহক।
আরও পড়ুনঃ Nobel Peace Prize 2025: ট্রাম্প নয়, শান্তির নোবেল পেলেন মারিয়া করিনা মাচাদো